• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দিন শেষে বাংলাদেশের বিপক্ষে বড় লিড শ্রীলঙ্কার 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ মে ২০২১, ১৮:০৯
bangladesh-tour-of-sri-lanka-2021 i-lanka-vs-bangladesh-2nd-test, rtv online
ছবি-সংগৃহীত

ফলোঅনে পড়া বাংলাদেশকে না নামিয়ে নিজেরাই ব্যাট হাতে নামে শ্রীলঙ্কা। দুটি উইকেট পড়লেও দিন শেষে ২৫৯ রানের লিড পেয়েছে দিমুথ করণারত্নের দল। ৭ ওভারে সংগ্রহ ১৭ রান।

শনিবার আগের ইনিংসে সেঞ্চুরি করা লাহিরু থিরিমানে ফিরে যান মেহেদি হাসান মিরাজের বলে। ৬ বলে ২ রান করা এই ওপেনার স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন।

তিন নম্বরে ব্যাট করতে এসে পাঁচ বল খেলে তাইজুল ইসলামের বলে স্ট্যাম্পিং হন ওসাদা ফার্নান্দো।

দিন শেষে ক্রিজে আছেন ২১ বলে ১৩ রান করা দিমুথ করণারত্নে। তার সঙ্গে যোগ দিয়ে ১০ বলে ১ রান করেছেন অ্যাঞ্জেলো মেথুজ।

শ্রীলঙ্কার করা ৪৯৩ রানের জবাবে ২৫১ রানে অলআউট হয় বাংলাদেশ।

অভিষিক্ত প্রবীণ জয়াবিক্রমার দুর্দান্ত বোলিংয়ে ফলোঅনে এড়াতে ব্যর্থ হয় মুমিনুল হক নেতৃত্বাধীন দলটি।

বাংলাদেশের হয়ে ১৫০ বলে সর্বোচ্চ ৯২ রান করেন তামিম ইকবাল। ১০৪ বলে ৪৯ রান করে বিদায় নেন অধিনায়ক মুমিনুল। ৬২ খেলে মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৪০ রান।

ছয়টি উইকেট ‍তুলেন স্পিনার প্রবীণ জয়াবিক্রমা। দুটি করে উইকেট শিকার করেন রমেশ মেন্ডিস ও সুরাঙ্গা লাকমাল।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ

দিমুথ করুণারত্নে, লাহিরু থিরিমানে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশানকা, নিরোশান ডিকভেলা, প্রবীণ জয়াবিক্রমা, সুরাঙ্গা লাকমল, রমেশ মেন্ডিস ও বিশ্ব ফার্নান্দো।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
বড় হারে সিরিজ শেষ বাংলাদেশের
পরাজয়ের শঙ্কা নিয়ে চতুর্থ দিন পার বাংলাদেশের
দ্বিতীয় সেশনে লঙ্কানদের প্রাপ্তি ৪ উইকেট
X
Fresh