• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

২৮ রানে জীবন পাওয়া করুণারত্নের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ এপ্রিল ২০২১, ১৫:১৭
দ্বীমুথ করুণারত্নে

পাল্লেকেলেতে চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় ও শেষ টেস্ট। সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। পাল্লেকেলের এই উইকেটও যে ব্যাটিং সহায়ক সেটা গত টেস্টের ব্যাটিং দেখলেই বোঝা যায় এবং সেটাই হয়েছে।
দুই ওপেনারের জুটিতে বড় সংগ্রহের পথে হাঁটছে লঙ্কানরা। তবে দুই ওপেনারকেই ফেরানোর সুযোগ এসেছিল প্রথম সেশনেই।

গত ম্যাচে ডাবল সেঞ্চুরি করা করুণারত্নের ক্যাচ হাত ফসকে গেছে ব্যক্তিগত ২৮ রানের মাথায়। তাসকিন আহমেদের করা ১৯.৬ বলের সময় স্লিপে ক্যাচ দিলে তালুবন্দি করতে ব্যর্থ হন নাজমুল হোসেন শান্ত। জীবন পাওয়া সেই করুণারত্নে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১২তম শতক।

লাহিরু থিরিমান্নেও হাঁটছেন শতকের পথে। অথচ তাকেও ফেরানোর সুযোগ এসেছিল। তাসকিনের বলে গালিতে খেলা শট মিরাজের হাত গলে বেরিয়ে যায় বাউন্ডারিতে। ক্যাচটা কঠিন হলেও মিরাজ চেষ্টাও করেননি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কা সংগ্রহ করেছে বিনা উইকেটে ১৮৮ রান। করুণারত্নে আছেন ১০৬ ও থিরিমান্নে আছেন ৮০ রানে অপরাজিত।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh