Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ০৭ মে ২০২১, ২৪ বৈশাখ ১৪২৮

রায়নার চোখে জাদেজা ভবিষ্যৎ বিশ্ব সেরা অল-রাউন্ডার

ছবি- টুইটার

আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও করতেন দুর্দান্ত। সুরেশ রায়না তার সময়ে ফিল্ডিংয়েও ছিলেন সেরা। বলা যায়, ব্যাট কিংবা বল হাতে খেলতেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চাহিদা মতো। সেই রায়না অবসর নিয়েছেন ধোনির সঙ্গে।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও খেলে যাচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। চেন্নাইয়ের হয়ে এবার দারুণ খেলছেন। সঙ্গে সতীর্থদের খেলাও উপভোগ করছেন। সেসব বিবেচনা থেকে জানিয়ে দিলেন, তার চোখে ভবিষ্যতের সেরা অল-রাউন্ডার কে হবেন।

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং মিলে চেন্নাই সুপার কিংসের সতীর্থ রবীন্দ্র জাদেজাকে সেরা অলরাউন্ডার হিসেবে দেখছেন রায়না।

দুর্দান্ত বোলিংয়ের জন্য পরিচিত রায়না এবারের আইপিএলে খেলছেন ব্যাট হাতেও দারুণ। ফিল্ডার হিসেবে জাদেজার খ্যাতি পুরনো।

সব মিলে রায়না বলেন, “জাদেজা এক কথায় অসাধারণ। ও একদিন এক নম্বর অল-রাউন্ডার হয়ে উঠবে। ও যেভাবে ফিল্ডিং করে সেটা দারুণ। ওর সঙ্গে আমি অনেক বছর ধরে খেলেছি, অনেক স্মৃতিও রয়েছে আমাদের।”

জাদেজার ভেতর নিজেকে খুঁজে পাচ্ছেন রায়না। বলছেন, জাদেজা হচ্ছেন অধিনায়কের মনের মতো ক্রিকেটার। রায়না মনে করেন, জাতীয় দলের হয়ে ৩ ফরম্যাটেই জাদেজাকে খেলানো উচিত।

“জাদেজা এমন একজন ক্রিকেটার যে ম্যাচের পরিস্থিতি বদলে দিতে পারে। ওকে যে কোনও অধিনায়কই দলে নিতে চাইবে।”

এমআর/

RTV Drama
RTVPLUS