• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

লকডাউনে একটি ভেন্যুতে শুরু হচ্ছে ফুটবল লিগ

আরটিভি নিউজ

  ২৮ এপ্রিল ২০২১, ১৬:৪৬
Bangladesh Football Federation logo, blue, SVG, jpg, png, rtv online. bff logo, বাংলাদেশ ফুটবল ফেডারেশন লোগো, বাফুফে লোগো, bangladesh premier league football
ছবি: বাফুফে

৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্বের খেলা। তবে ভেন্যুর ক্ষেত্র এসেছে নতুন সিদ্ধান্ত। লকডাউন চলাকালে চার ভেন্যুর বদলে শুধু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই গড়াবে খেলা। বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটি।

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী জানান, লকডাউন থাকায় বিধি-নিষেধসহ সব বিষয় বিবেচনায় খেলাগুলো ঢাকা আয়োজন করা হবে।

‘৩০ এপ্রিল থেকে যে খেলা শুরু হবে সেই সিদ্ধান্ত বলবৎ আছে। তবে কিছু পরিবর্তন এসেছে। প্রথম পর্বের মতো আমরা দ্বিতীয় পর্বেও চারটি ভেন্যুতেই খেলবো। তবে যেহেতু সরকারিভাবে লক ডাউন আরও এক সপ্তাহ বৃদ্ধি পেয়েছে তাই লক ডাউনের বিধিনিষেধ মেনে চারটি ভেন্যুতে খেলায় যোগাযোগের সমস্যাটা যেন তৈরি না হয়, তাই শুরুটা আমরা একটি ভেন্যুতেই করবো। অর্থাৎ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। শুধু লকডাউন সময়ের জন্য।’

এবারের লিগের প্রথম পর্ব বঙ্গবন্ধু স্টেডিয়ামসহ টঙ্গির শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম, মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

লকডাউনে ঢাকায় প্রতিদিন দুই থেকে তিনটি ম্যাচ আয়োজন করা হতে পারে বলে জানিয়েছেন পেশাদার লিগ কমিটির প্রধান।

সালাম মুর্শেদী বলেন, এই লক ডাউনে সরকার অনেক বিষয়ে শিথিলতা নিয়ে এসেছে। তাই আমরাও ক্লাব গুলোর সুবিধার জন্য লকডাউনের মধ্যকার ম্যাচ গুলো একটি স্টেডিয়ামে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। ফুটবলার, কর্মকর্তা ও সাংবাদিকদের সুবিধার কারণেই এটা করা হয়েছে। প্রতিদিন দুটি এবং কোনও কোনও দিন তিনটি ম্যাচও আয়োজন হতে পারে।’

লিগের দ্বিতীয় পর্বের সূচি ও নির্দেশনা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলে জানানো হয়।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
X
Fresh