Mir cement
logo
  • ঢাকা রোববার, ০৯ মে ২০২১, ২৬ বৈশাখ ১৪২৮

পাল্লেকেলে টেস্ট

দ্বিতীয় টেস্টের দলে পরিবর্তন আনেনি বাংলাদেশ

ছবি- এসএলসি

পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল, বৃহস্পতিবার। সিরিজের প্রথম ম্যাচও হয়েছিল একই মাঠে। সেই টেস্ট নিষ্পত্তি হয়েছি ড্র'তে।

তাই প্রথম টেস্টের দলের উপরই ভরসা রেখেছে বাংলাদেশ দলের নির্বাচক ও ম্যানেজমেন্ট। বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টের দল দেয়া হয়েছিল ১৫ সদস্যের।

প্রথম টেস্টে ১৫ জনের দল থেকে সেরা একাদশে জায়গা হয়নি তরুণ পেসার শরিফুল ইসলাম, ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি ও স্পিনার নাঈম হাসানের।

প্রথম টেস্টে দল করা হয়েছিল ৩ পেসার ও দুই স্পিনার নিয়ে। তবে আশানুরূপ পারফম্যান্স দেখাতে পারেনি আবু জায়েদ ও এবাদত হোসেন। শেষ টেস্টের দলে শরিফুলের অভিষেক হয়ে যায় কী না সেটা সময় বলে দেবে।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী, শরিফুল ইসলাম।

এমআর/

RTV Drama
RTVPLUS