• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সিপিএল খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ এপ্রিল ২০২১, ০৯:১১
পুরনো ছবি

ফ্র্যঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোর কাতারে খুব অল্প সময়েই শীর্ষে উঠে এসেছে ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল)। চলমান করোনা মহামারিতে গত বছরও দর্শক শূন্য মাঠে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয় অনুষ্ঠিত হয় সবগুলো ম্যাচ ।

এবারও এই কঠিন সময়ে আয়োজনের সব কিছু চূড়ান্ত করে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। এবারও লিগের সবগুলো ম্যাচ হবে একটি ভেন্যুতেই।

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগেই সেন্ট কিটস অ্যান্ড নেভিসে অনুষ্ঠিত হবে এবারের আসর। মঙ্গলবার সিপিএল কর্তৃপক্ষ জানিয়ে দেয় ভেন্যুর নাম। ছয় দলের এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ওয়ার্নার পার্কে।

সিপিএলের নবম আসরের পর্দা উঠবে আগামী ২৮ অগাস্ট। লম্বা এই টুর্নামেন্টে রয়েছে ৩৩টি ম্যাচ। যদিও ফাইনাল কবে হবে সেটি জানায়নি উইন্ডিজ ক্রিকেট।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh