• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মেসির সঙ্গে আমার ভালো সম্পর্ক নেই : দিবালা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ এপ্রিল ২০১৭, ১২:৩৭

সর্বকালের সেরা ফুটবলারদের একজন লিওনেল মেসি। তাকে বলা হয় ভিনগ্রহের ফুটবলার। তার জাদুকরী পারফরম্যান্সে মুগ্ধ বিশ্বের কোটি দর্শক। জিতেছেন পাঁচবার ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। এমন খেলোয়াড়ের সঙ্গে কে না সম্পর্ক রাখতে চায়? যে-ই দেখা পান সে-ই তার সঙ্গে সম্পর্ক করতে বা রাখতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন। অথচ স্বদেশি পাওলো দিবালা যেনো উল্টো রথে উড়ছেন। খুদে জাদুকরের সঙ্গে সম্পর্ক তৈরি করা তো দূরের কথা কখনো ভালোভাবে কথাও বলেননি তিনি।

সদ্যই দিবালার সঙ্গে আরো ৫ বছর চুক্তি বাড়িয়েছে জুভেন্টাস। চ্যাম্পিয়নস লিগের সবশেষ ম্যাচে বার্সেলোনার বিপক্ষে তার জোড়া গোলে ৩-০ ব্যবধানে জেতার পর এ চুক্তি বাড়ায় ইতালিয়ান ক্লাবটি।

ওই ম্যাচের পরই অনেকে বলাবলি করছেন, পাওলা দিবালাই পরবর্তী মেসি। তবে দিবালা সাফ জানিয়ে দিচ্ছেন, তিনি পাওলো, মেসি নন। এবার এও স্বীকার করলেন, স্বদেশি লিওনেল মেসির সঙ্গে তার ভালো সম্পর্ক নেই। ভালো সম্পর্ক গড়ার চেষ্টাও করেন না।

অবশ্য এক্ষেত্রে মেসিরও বেশ পিছুটান আছে। দিবালার দাবি, মেসি তার সঙ্গে খুব কম কথা বলেন। নিজের আভিজাত্য নিয়েই চলার চেষ্টা করেন।

বার্সার বিপক্ষে জয়ের ম্যাচে জোড়া গোল করার পর মেসি কথা বলেছেন কি না? এমন প্রশ্নের জবাবে দিবালা বলেন, না, কখনো না। তিনি বেশি কথা বলেন না। একটু আত্মকেন্দ্রিক। আমাদের মধ্যে ভালো সম্পর্ক নেই।

তবে মেসির প্রতি অগাধ শ্রদ্ধা আছে বলেও জানালেন ২৩ বছরের আর্জেন্টাইন ফরোয়ার্ড। মাঠ কাঁপানো এ ফুটবলার বলেন, তাকে আমি প্রচুর সম্মান করি। তার প্রতি আমার বিন্দুমাত্র শ্রদ্ধার কমতি নেই।তিনি অনেকটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। কিন্তু আমি একটিও জিততে পারিনি। এ প্রথম আমি সেই স্বপ্ন দেখছি। জুভেন্টাসের হয়ে খেলে যেতে চাই। তাদেরকে তা জেতাতে চাই।

মেসি যখন প্রতিপক্ষ থাকেন, তখন তাকে অন্যভাবে দেখেন কি না? এর জবাবে জুভেন্টাস ফরোয়ার্ড বলেন, মাঠে আমরা সবাই সমান। তাকে হারাতে আমি সবকিছুই করতে প্রস্তুত। মানুষ জানে আমি দিবালা। সেটাই আমি করতে চাই।

আপনি-ই পরবর্তী মেসি। লোকমুখে এখন তা গুন গুন করে শোনা যাচ্ছে। এ বিষয়ে আপনার বক্তব্য? আমি পরবর্তী মেসি বা ভবিষ্যতের মেসি হতে চাই না। নিজস্বতা নিয়ে বেড়ে উঠেছি। সেটাই রক্ষা করার চেষ্টা করবো। মেসি কেবল একজনই, যেমন ম্যারাডোনা।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
X
Fresh