• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ড্র'তে মান বাঁচল জুভেন্তাসের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ এপ্রিল ২০২১, ২৩:২৭
ছবি-সংগৃহীত

রোববার (২৫ এপ্রিল) ফিওরেন্তিনার মুখোমুখি হয় জুভেন্তাস। ম্যাচটিতে হারের শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত ড্র করে সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লিগে খেলার আশা জোরালো করল রোনালদো-মোরাতারা।

ম্যাচের প্রথমার্ধে দু'দলই আক্রমণাত্মক ফুটবল খেলে। তবে সাফল্য পায় ফিওরেন্তিনা। দলটির স্ট্রাইকার ডুসান ভ্লাহোভিচ পেনাল্টি থেকে গোল করেন ২৯ মিনিটের সময়।

তাতে ১-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে নামেন মোরাতা। জুভেন্তাস কোচ আন্দ্রে ফির্লোর আস্থার প্রতিদানও কম সময়ে দেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মাত্র ৩১ সেকেন্ডের মাথায় গোল করে সমান করেন ব্যবধান।

বাকি সময়ে আর গোল পায়নি কোনো দল। তাতে ৬৬ পয়েন্ট নিয়ে সিরি আ’র টেবিলের তিন নম্বরে জায়গা নিলো জুভেন্তাস।

সমান পয়েন্টে নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে এসি মিলান। এদিকে পাঁচ ম্যাচ হাতে রেখে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ইন্টার মিলান। মিলানের পয়েন্ট ৩২ ম্যাচে ৭৯ পয়েন্ট।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh