• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

পাল্লেকেলে টেস্ট

১৩১ বছরের পুরনো রেকর্ড এখন তামিমের দখলে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ এপ্রিল ২০২১, ২১:৫০
তামিম ইকবাল

পাল্লকেলেতে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট নিষ্পত্তি হয়েছে ড্র'তে। ম্যাচটা ড্র হলেও শেষ দিনের চা বিরতির আগে বিনোদন দিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। তার ওপেনিং সঙ্গী সাইফ হাসানের ১ রানে বিদায়ের পর নাজমুল হাসান শান্তও ফেরেন খালি হাতে।

তবে তামিম ব্যাট চালান ওয়ানডে মেজাজে। তাতেই রেকর্ড বইতে নাম লেখান এই বাঁহাতি ওপেনার। লঙ্কান বোলারদের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং করে ভেঙেছেন ১৩১ বছরের পুরনো রেকর্ড।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৫৬ বলে পূর্ণ করেন অর্ধশতক। তামিম যখন অর্ধশতক পূর্ণ করেন তখন বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ৫২ রান। যা দলের কী না নিজের অর্ধশতক এবং দলের অর্ধশতক পূর্ণে সবচেয়ে কম রানের ব্যবধানের রেকর্ড।

এর আগে ১৮৯০ সালে এই রেকর্ড করেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জন জেমস লায়ন্স। ইংল্যান্ডের বিপক্ষে দলীয় ৫৫ রানের সময় লায়েন্স ফিফটি করে এই রেকর্ড গড়েছিলেন।

এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৪ সালে লায়ন্সের রেকর্ডটি ছুঁয়ে ফেলেন ক্যারিবীয় ওপেনার ক্রিস হ্যানরি গেইল। লঙ্কানদের বিপক্ষে রোববার লায়ন্স ও গেইলের রেকর্ড নিজের করে নেন তামিম ইকবাল।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজের পায়ে কি নিজেই কুড়াল মারলেন তামিম ইকবাল?
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
‘ফোনালাপ ফাঁস’ নিয়ে লাইভে আসছেন তামিম
অধিনায়ক হয়ে ফিরছেন তামিম
X
Fresh