• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

পাল্লেকেলে টেস্ট

মুশফিকের ফিফটি, ৫০০ পেরুল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ এপ্রিল ২০২১, ১০:২৭
ছবি- এসএলসি

বলা যায় এখনও চালকের আসনেই রয়েছে বাংলাদেশ। লঙ্কান বোলারদের শাসন করেছে গত দুই দিন। আজ শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে তৃতীয় দিনের খেলা।

বুধবার, ২১ এপ্রিল টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী বাংলাদেশ। প্রথম দিনের শুরুটা সাইফ হাসানকে হারিয়ে বিষণ্ণ হলেও ধাক্কা সামলে দারুণ অবস্থানে নিয়ে যান আরেক ওপেনার তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত।

প্রথম দিনে তামিম ইকবাল ৯০ রান করে বিশ্ব ফার্নান্দোর বলে ক্যাচ দিয়ে ফিরলেও শান্ত তুলে নেন শতক। সঙ্গে মুমিনুল হকও পূর্ণ করেন অর্ধশতক।

দ্বিতীয় দিনের প্রথম সেশনেই দেড়শ রান পূর্ণ করে শান্ত ছুটেন ডাবল শতকের পথে। তবে হয়নি শেষ পর্যন্ত। ১৬৩ রানে থামতে হয় লাহিরু কুমারার বলে ফিরতি ক্যাচে।

এদিন মুমিনুল হক তুলে নেন ক্যারিয়ারের ১১তম ও বিদেশের মাটিতে প্রথম শতক। ১২৭ রানে মুমিনুলকে থামান ধানাজায়া ডি সিলভা।

দিন শেষ করেন মুশফিকুর রহিম ও লিটন দাস। তৃতীয় দিনে ৪ উইকেটে ৫০০ রান সংগ্রহ করেছে এখন পর্যন্ত। মুশফিকুর রহিম তুলে নিয়েছেন ক্যারিয়ারে ২৩তম অর্ধশতক আর লিটন দাস অপরাজিত আছেন ৪৩ রানে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বিপিএল না হলে আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যাবে’
X
Fresh