• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দেবদূতের শতকে রাজস্থানকে দশ উইকেটে হারালো ব্যাঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ এপ্রিল ২০২১, ২৩:৪৬
Mustafizur Rahman Rajasthan Royals, IPL. RTV ONLINE
ছবি- সংগৃহীত

দেবদূত পাডিক্কালের অপরাজিত শতকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বড় জয় তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ১৭৮ রান তাড়া করতে নামেন দেবদূত ও অধিনায়ক বিরাট কোহলি। দুই ওপেনার মিলে ২১ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেন।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জেতার পর রাজস্থানকে ব্যাট করতে পাঠায় ব্যাঙ্গালুরু।
২০ ওভারে ৯ উইকেটে ১৭৭ রান সংগ্রহ করে রয়্যালস ব্যাটসম্যানরা।

৩২ বলে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন শিবাম ডুবে। এছাড়া ২৩ বলে ৪০ রান করেন রাহুল তেওয়াটিয়া।

রয়্যাল চ্যালেঞ্জার্সদের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন মোহম্মদ সিরাজ ও হার্শাল প্যাটেল।

জবাবে ব্যাট হাতে ১০১ রানে অপরাজিত ছিলেন দেবদূত পাডিক্কাল। ৫২ বলের অপরাজিত এই ইনিংসে ১১টি চার ও ছয়টি ছক্কা হাঁকান বাম-হাতি এই ব্যাটার।

অন্যদিকে ৪৭ বলে ৭২ রান করে ক্রিজে ছিলেন বিরাট। ছয়টি চার ও তিনটি ছক্কা হাঁকান অধিনায়ক। ১৬ ওভার ৩ বলে ১৮১ রান তুলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স দল।

এদিন রাজস্থানের হয়ে ৩ ওভার ৩ বলে ৩৪ রান দিয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।

রাজস্থান রয়্যালস একাদশ

জস বাটলার, মানান ভোরা, ডেভিড মিলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক, উইকেট-রক্ষক), রায়ান পরাগ, শিবাম ডুবে, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, শ্রেয়স প্যাটেল, চেতন সাকরিয়া ও মুস্তাফিজুর রহমান।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু একাদশ

বিরাট কোহলি (অধিনায়ক), দেবদূত পাডিক্কাল, শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), কাইল জেমিসন, ওয়াশিংটন সুন্দর, হার্শাল প্যাটেল, কেন রিচার্ডসন, মোহাম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুজিবের পরিবর্তে যাকে দলে ভেড়ালো কলকাতা
আইপিএলের হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
পরাগের দুর্দান্ত ফিফটিতে জিতল রাজস্থান
৫২৩ রানের রেকর্ডময় ম্যাচে মুম্বাইকে হারালো হায়দ্রাবাদ
X
Fresh