• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আলোর স্বল্পতায় খেলা বন্ধ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ এপ্রিল ২০২১, ১৬:৫৭
sri-lanka-vs-bangladesh-1st-test, rtv online
ছবি- সংগৃহীত

ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিনে বৃষ্টির পর এবার আলোর স্বল্পতা দেখা দিয়েছে। তাই মাঠে থাকা আম্পায়ার কুমার ধর্মসেনা ও রুটিনা পালিয়াগুরুরুগে খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার (২২ এপ্রি) ১৫৫ ওভার পর যখন খেলা বন্ধ হয় তখন ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪৭৪ রান।

১০৭ বলে ৪৩ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। তার সঙ্গে ক্রিচে ছিলেন ৩৯ বলে ২৫ রান করা লিটন দাস।

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের শুরুটা ভালোই করে বাংলাদেশ। মুমিনুল হক তুলে নেন ক্যারিয়ারের ১১তম শতক। অন্যদিকে দেড়শ রান পার করেন নাজমুল হোসেন শান্ত।

দলীয় ৩৯৪ রানে বিদায় নেন শান্ত। লাহিরু কুমারায় কট অ্যান্ট বোল্ড হবার আগে ৩৭৮ বলে ১৬৩ রান করেন তিনি।

অন্যদিকে ৩০৪ বলে ১২৭ রান তুলে মাঠ ছাড়েন মুমিনুল হক। লাহিরু থিরিমানের হাতে ধরা পড়েন ধনঞ্জয়া ডি সিলভার বলে।

পঞ্চম উইকেটে মুশফিক-লিটন মিলে ৯১ বলে ৫০ রানের জুটি গড়েছেন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিসিবির সিদ্ধান্তে একমত সুজন
‘আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই, তার থেকেই সবাই শিখবে’
তামিমের ভুল ধরিয়ে দেওয়ার যোগ্যতা আছে কি কোচদের?
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
X
Fresh