• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

জুটিতে রেকর্ড মুমিনুল-শান্ত'র

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ এপ্রিল ২০২১, ১৫:৩০
তৃতীয় উইকেট জুটিতে ২৪২ রানের জুটি গড়েন শান্ত-মুমিনুল

ক্যারিয়ারের সপ্তম টেস্টে খেলেই ইতিহাসে নাম লিখিয়ে ফেলেছেন নাজমুল হোসেন শান্ত। পেয়েছেন ক্যারিয়ারের প্রথম শতক। পার করেছেন দেড়শ রা। সঙ্গে মুমিনুল হকও পেয়েছেন শতক। দুজনের এই রুটি কীর্তি লেখা হয়েছে রেকর্ড বইয়ে।

শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে প্রথম টেস্টে তৃতীয় উইকেট জুটিতে ২৪২ রানের জুটি গড়েন শান্ত-মুমিনুল। আগের দিন ১২৬ রানে শেষ করা শান্ত আজ ফিরেছেন ১৬৩ রান করে লাহিরু কুমারের ফিরতি ক্যাচে।

দুই জনের জুটিটা ভেঙেছে ঠিকই তবে ইতিহাস গড়ে ফেলে তার আগেই। যা বাংলাদেশের পক্ষে তৃতীয় উইকেটে সবচেয়ে লম্বা জুটিটি।

এর আগে তৃতীয় উইকেটে বাংলাদেশের সেরা জুটি ছিল মুশফিকুর রহিম ও মুমিনুল হকের। চট্টগ্রাম ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই হয়েছিল রেকর্ডটি। দুজনে ২৩৬ রানের জুটি গড়েছিলেন। এবারও রেকর্ডে সেই মুমিনুল।

বল মোকাবেলার ক্ষেত্রে শান্ত-মুমিনুলের জুটি রয়েছে দুই নম্বরে। দুইজনে খেলেছে ৫১৪ বল। এক নম্বরে রয়েছে মোহাম্মদ আশরাফুল আর মুশফিকের জুটি। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম উইকেট জুটিতে ৫১৮ বল খেলে নিয়েছিলেন ২৬৭ রান।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
নতুন মাইলফলক স্পর্শ করলেন মুমিনুল হক
X
Fresh