• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মুমিনুল ফিরলেন ১২৭ রানের ইনিংস খেলে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ এপ্রিল ২০২১, ১৫:০৮
ছবি- এসএলসি

বাংলাদেশ টেস্ট দলের আস্থার এক নাম মুমিনুল হক। সময়ের সঙ্গে পোক্ত মুমিনুল খেললেন আরো একটি দুর্দান্ত ইনিংস। মুমিনুলের ক্যারিয়ারে এতদিন ঘরের মাঠে শতকের ছড়াছড়ি হলেও ছিল না বিদেশের মাটিতে কোনো শতক।

সেই আক্ষেপ গুছিয়েছেন শ্রীলঙ্কার মাটিতে পাল্লেকেলে টেস্টে। এদিন শুধু সেঞ্চুরিই করেননি, নাজমুল হোসেন শান্তর সঙ্গে গড়েছেন রেকর্ড জুটি।

টেস্ট ক্রিকেটে তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশের সবচেয়ে বড় জুটি এখন মুমিনুল-শান্তর। দুজনের ৫১৪ বলের জুটি থেকে আসে ২৪২ রান।

এই রেকর্ড জুটি ভাঙে শান্তর ১৬৩ (৩৭৮) রানে বিদায়ে। মুমিনুলও বিদায় নিয়েছেন ক্যারিয়ারের ১১তম শতক হাঁকিয়ে। ধানাঞ্জায়া ডি সিলভার বলে ক্যাচ দেয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ৩০৪ বলে ১২৭ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৩০ রান। মুশফিকুর রহিম ১৮ আর লিটন দাস অপরাজিত আছেন ৬ রানে। দ্বিতীয় দিনে এখনও ৩৬ ওভার খেলা বাকি।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
নতুন মাইলফলক স্পর্শ করলেন মুমিনুল হক
X
Fresh