• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

দেশের বাইরে প্রথম সেঞ্চুরি মুমিনুলের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ এপ্রিল ২০২১, ১৩:১৩
শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি মুমিনুলের

দেশের মাঠগুলোতে চষে বেড়ানো মুমিনুলের এই লম্বা ক্যারিয়ারে একটাও সেঞ্চুরি ছিল না দেশের বাইরে। দেশের বাইরে সেঞ্চুরি না পাওয়া ব্যাটসম্যানদের তালিকায় এতদিন রোহিত শর্মা, মারনাস লাবুসানে, চান্দু বারদে আর স্ট্যানলি জাকসনদের সঙ্গে ছিল টাইগার অধিনায়কের নামও।

অবশেষে সেই তালিকা থেকে মুক্তি পেয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে পাল্লেকেলেতে সেঞ্চুরি পূর্ণ করেছেন দিনের প্রথম সেশনে।

এতদিন মুমিনুলকে নিয়ে দেশের বাইরে সেঞ্চুরি না করতে পারা নিয়েই সমালোচনা হয়নি, হয়েছে তার স্ট্রাইক রেট নিয়েও। দেশে যেখানে ৫৬.৩৯, সেখানে বিদেশের মাটিতে ছিল ৩৪ ইনিংসে ২৪.৬০।

শতক হাঁকানোর তালিকায় মুমিনুলের উপরে নেই বাংলাদেশের কেউ। মুমিনুলের ১১টির পর তামিমের রয়েছে ৯টি। তিন নম্বরে থাকা মুশফিকুর রহিমের রয়েছে ৭টি সেঞ্চুরি। এছাড়া মোহাম্মদ আশরাফুলের ৬টি ও সাকিবের রয়েছে ৫টি।

দেখে নেয়া যাক মুমিনুলের সেঞ্চুরিগুলো-

রান

স্ট্রাইক রেট

প্রতিপক্ষ

ভেন্যু

১৮১

৬৬.০৫

নিউজিল্যান্ড

চট্টগ্রাম

১৭৬

৮২.২৪

শ্রীলঙ্কা

চট্টগ্রাম

১৬১

৬৫.১৮

জিম্বাবুয়ে

ঢাকা

১৩২

৫৬.৪১

জিম্বাবুয়ে

ঢাকা

১৩১*

৬৯.৩১

জিম্বাবুয়ে

চট্টগ্রাম

১২৬*

৫৬.০০

নিউজিল্যান্ড

ঢাকা

১২০

৭১.৮৫

উইন্ডিজ

চট্টগ্রাম

১১৫

৬৩.১৮

উইন্ডিজ

চট্টগ্রাম

১০৭*

৪৩.৪৯

শ্রীলঙ্কা

পাল্লেকেলে (চলছে)

১০৫

৬০৩৪

শ্রীলঙ্কা

চট্টগ্রাম

১০০*

৫৯.৮৮

শ্রীলঙ্কা

চট্টগ্রাম

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
নতুন মাইলফলক স্পর্শ করলেন মুমিনুল হক
X
Fresh