• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কামিন্সের চেষ্টা বৃথা গেল, হারতে হলো কলকাতাকে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ এপ্রিল ২০২১, ০০:০০
pat-cummins Kolkata Knight Riders and the Chennai Super Kings held at the Wankhede Stadium Mumbai, rtv online
ছবি-সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১৮ রানে হারতে হলো কলকাতা নাইট রাইডার্সকে।

বুধবার (২০ এপ্রিল) চেন্নাইয়ের দেয়া ২২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.১ ওভারে সব উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করতে পেরেছে কলকাতা।

মুম্বাইয়ে টস জেতার পর মহেন্দ্র সিং ধোনিকে ব্যাট করতে আমন্ত্রণ জানান এউইন মরগ্যান। এই সিদ্ধান্তটাই কাল হয়ে দাঁড়ায় কলকাতার জন্য নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২০ রান তুলে সুপার কিংস।

রুতুরাজ গায়কদ ৪২ বলে ৬৪, মঈন আলি ১২ বলে ২৫ ও ৮ বলে ১৭ রান করেন ধোনি।

অন্যদিকে ৬০ বলে ৯৫ রানে অপরাজিত ছিলেন ফাফ ডু প্লেসি। ১ বলে ছক্কা মেরে ক্রিজে ছিলেন রবিন্দ্র জাদেজা।

সুনীল নারিন, আন্দ্রে রাসেল ও বরুণ চক্রবর্তী একটি করে উইকেট তুলেছেন।

জবাবে ব্যাট হাতে ১২ বলে ৯ নীতীশ রানা, ১ বলে শূন্য শুভমান গিল, ৯ বলে ৮ রাহুল ত্রিপাঠি, ৭ বলে ৭ রান অধিনায়ক মরগ্যান ও ৩ বলে ৪ রান তুলেন সুনীল নারিন।

ষষ্ঠ উইকেটে আন্দ্রে রাসেল ও দিনেশ কার্তিক ৮৪ রানের জুটি গড়েন।

২২ বলে ৫৪ রান করে বিদায় নেন আন্দ্রে রাসেল। ২৪ বলে ৪০ রানের ইনিংস খেলেন কার্তিক।

১৪৬ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ যখন প্রায় হাত ছাড়া ঠিক এমন সময় ত্রাতা হয়ে দাঁড়ান
প্যাট কামিন্স। ৩৪ বলে ৬৬ রানের ইনিংস খেলেন অস্ট্রেলিয়ান তারকা।

অন্যদিকে ২ বল খেলে কমলেশ নাগরকোটি ও ১ বল খেলে বরুণ চক্রবর্তী শূন্য হাতে ফেরেন। শেষ ওভারে প্রয়োজন ছিল ২০ রান। প্রথম বলেই দুই রান নিতে গিয়ে ননস্ট্রাইকে থাকা প্রসিদ্ধ কৃষ্ণ রান আউট হন। এতেই ভেস্তে যায় ছয় ছক্কা ও চারটি চারের মাধ্যমে সাজানো কামিন্সের ইনিংসটি।

চেন্নাইয়ের হয়ে দ্বীপক চাহার চারটি উইকেট তুলেন। তিনটি উইকেট শিকার করেন লুঙ্গি এনগিডি। একটি উইকেট আদায় করেন স্যাম কারান।

কলকাতা নাইট রাইডার্স

শুভমান গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠি, এইউন মরগ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, কমলেশ নাগরকোটি, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণ।

চেন্নাই সুপার কিংস

রুতুরাজ গায়কদ, ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, স্যাম কারান, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেট রক্ষক), লুঙ্গি এনগিডি, শার্দুল ঠাকুর ও দ্বীপক চাহার।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টস হেরে ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংস
কলকাতাকে হারাতে জার্সি বদল কোহলিদের
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
গুজরাটকে গুঁড়িয়ে দিল্লির রেকর্ড জয়
X
Fresh