• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সাকিবের বদলে নেমে যেমন হলো নারিনের পারফরমেন্স

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ এপ্রিল ২০২১, ২৩:৪৭
kolkata-knight-riders-vs-chennai-super-kings-15th-match, rtv online
ছবি-সংগৃহীত

প্রথম ম্যাচে ৩৪ রান খরচ করে একটি উইকেট তুলেছিলেন সাকিব আল হাসান। মাত্র ৩ রান করে ছিলেন ব্যাট হাতে। দ্বিতীয় ম্যাচে ২৩ রানে তুলেছিলেন ৯ রান। তৃতীয় ম্যাচে প্রথম দুই ওভারে ২৪ রান খরচ করেন। অধিনায়ক এউইন মর‌গ্যান আর ব্যবহার করেননি তাকে। ছিলেন উইকেট শূন্য তবে ২৬ রানের ইনিংস খেলেন তিনি। চতুর্থ ম্যাচে সাকিবকে বিশ্রামে রাখা হয়। তার জায়গায় খেলতে নামেন ক্যারিবীয় স্পিন অলরাউন্ডার সুনীল নারিন।

বুধবার (২০ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কলকাতা নাইট রাইডার্স। কলকাতার বোলারদের শাসন করে ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২২০ রান তুলে নেয় চেন্নাই।

এদিন বল হাতে ৩৮ রান দেন নারিন। চার ওভার বল করে তুলে নেন একটি উইকেট।

ব্যাট হাতে ১৯.১ ওভারে ২০২ রান সংগ্রহ করতেই অলআউট হয়েছে কলকাতা। এতে ১৮ রানে হারতে হয়েছে নাইট রাইডার্সদের।

কলকাতার জার্সিতে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেও কোচ ব্রেন্ডন ম্যাককালামের আস্থা রাখতে পারেননি নারিন। ৩ বল খেলে চার রান তুলেছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা। দ্বীপক চাহার বলে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh