• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সাকিববিহীন কলকাতার বিপক্ষে চেন্নাইয়ের বড় সংগ্রহ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ এপ্রিল ২০২১, ২১:৫২
kolkata-knight-riders-vs-chennai-super-kings-15th-match, rtv online
ছবি-সংগৃহীত

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। টস জেতার চেন্নাইকে ব্যাট করতে পাঠিয়ে বড় বিপর্যয়ে পড়তে হলো কলকাতাকে। তাদের সামানে সুপার কিংস ২২১ রানের লক্ষ্য দিয়েছে।

বুধবার মুম্বাইয়ে মাঠে নেমেই রুতুরাজ গায়কদকে সঙ্গে নিয়ে ১১৫ রানের ওপেনিং জুটি গড়েন ফাফ ডু প্লেসি।

ওয়াংকেড়ে স্টেডিয়ামে ৪২ বলে ৬৪ রানের ইনিং খেলে বিদায় নেন রুতুরাজ।

১২ বলে ২৫ রান করেন মঈন আলি। অন্যদিকে ৮ বলে ১৭ রান খেলে মাঠ ছাড়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

শেষ পর্যন্ত ৬০ বলে ৯৫ রানে অপরাজিত ছিলেন ডু প্লেসি। নয়টি চার ও চারটি ছক্কায় ইনিংসটি সাজান দক্ষিণ আফ্রিকান তারকে। এছাড়া তার সঙ্গে ১ বলে ছক্কা মেরে মাঠ ত্যাগ করেন রবিন্দ্র জাদেজা।

নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২০ রান তুলে সুপার কিংস।

বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের জায়গায় খেলতে নেমে ৪ ভারে ৩৮ রান খরচ করে একটি উইকেট নেন সুনীল নারিন। অন্যদিকে আন্দ্রে রাসেল ও বরুণ চক্রবর্তী সমান সংখ্যাক উইকেট তুলেছেন।

কলকাতা নাইট রাইডার্স

শুভমান গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠি, এইউন মরগ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, কমলেশ নাগরকোটি, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণ।

চেন্নাই সুপার কিংস

রুতুরাজ গায়কদ, ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, স্যাম কারান, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়, উইকেট রক্ষক), লুঙ্গি এনগিডি, শার্দুল ঠাকুর ও দ্বীপক চাহার।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টস হেরে ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংস
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
টস হেরে ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংস
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
X
Fresh