• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পাঞ্জাবকে পাত্তাই দিলো না হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ এপ্রিল ২০২১, ২০:৪৮
punjab-kings-vs-sunrisers-hyderabad-14th-match, rtv online
ছবি-সংগৃহীত

দিনের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে বয় জয় তুলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। মঙ্গলবার বিকেলে শুরু হওয়া ম্যাচটিতে ৯ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে হায়দরাবাদ।

চেন্নাইয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম ম্যাচে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব।

এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে সব উইকেট হারিয়ে ২০ ওভারে ১২০ রান সংগ্রহ করে পাঞ্জাব।

২৫ বলে মায়াঙ্ক আগরওয়াল ২২ রান করেন। ১৭ বলে শাহরুখ খানের ব্যাট থেকে আসে সমান সংখ্যক রান।

১৭ বলে ১৫ রান তুলেন ক্রিস গেইল। দীপক হুডা ১১ বলে ১৩ রান করেন। মোয়েসেস হেনরিকস ১৭ বলে ১৪ রানের ইনিংস খেলেন। এছাড়া কেউই দুই অঙ্কে পৌঁছতে পারেননি।

হায়দরাবাদের জার্সিতে তিনটি উইকেট তুলে নেন খলিল আহমেদ। দুটি উইকেট শিকার করেন অভিষেক শর্মা। একটি করে উইকেট তুলেন ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কৌল ও রশিদ খান।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো ৭৩ রানের জুটি গড়েন।

৩৭ বলে ৩৭ রান করে বিদায় নেন অধিনায়ক ওয়ার্নার। শেষ পর্যন্ত টিকে থেকে ৫৬ বলে ৬৩ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন বেয়ারস্টো। এতে ম্যাচ সেরাও হয়েছেন ইংলিশ তারকা।

তার সঙ্গে ক্রিজে ছিলেন ইনজুরি কাটিয়ে জায়গা করে নেয়া কেন উইলিয়ামসন। ১৯ বলে ১৬ রান করে অপরাজিত ছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক।

পাঞ্জাবের পক্ষে একমাত্র উইকেটটি আদায় করেন ফ্যাবিয়েন অ্যালেন।

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন, বিরাট সিং, বিজয় শংকর, অভিষেক শর্মা, কেদার যাদব, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, সিদ্ধার্থ কৌল।

পাঞ্জাব কিংস একাদশ

কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, মোয়েসেস হেনরিকস, নিকোলাস পুরান, দীপক হুডা, শাহরুখ খান, ফ্যাবিয়ান অ্যালেন, মুরুগান অশ্বিন, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুজরাটের বিপক্ষে দিল্লির ব্যাট টু ব্যাক জয়
প্রতিশোধ নিতে দিল্লিকে ব্যাটিংয়ে পাঠালো গুজরাট
‘জিম্বাবুয়ে সিরিজ নয়, চেন্নাইয়ের সঙ্গে থাকাটা ফিজের জন্য জরুরি’
টানা দুই ম্যাচে চেন্নাইকে হারাল লক্ষ্ণৌ
X
Fresh