• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

টস জিতে ফিল্ডিংয়ে কলকাতা, বাদ পড়লেন সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ এপ্রিল ২০২১, ১৯:৩৯
kolkata-knight-riders-vs-chennai-super-kings, rtv online
ছবি-সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিনে দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স।

বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ের ওয়াংকেড়ে স্টেডিয়ামে টস জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা।

এদিন নাইটরাইডার্স একাদশে দুটি পরির্বতন এসেছে বাদ পড়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।
একাদশে সুযোগ করে নিয়েছেন সুনীল নারিন। অন্যদিকে হরভজন সিংহের বদলে জায়গা পেয়েছেন কমলেশ নাগরকোটি।

অপরদিকে চেন্নাই দলে একটি পরির্বতন। ডোয়াইন ব্রাভোকে বিশ্রাম দিয়ে দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডিকে রাখা হয়েছে একাদশে।

আইপিএল ও চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি মিলিয়ে দুই দলের মোট ২৫টি সাক্ষাতে সুপার কিংস জিতেছে ২৫টিতে ম্যাচে। ৯টি জয় পেয়েছে কলকাতা। একটি পরিত্যক্ত ম্যাচ হয়েছিল।

আইপিএলে ধোনিরা পরিসংখ্যানে ১৪-৮ ব্যবধানে এগিয়ে। গেল বছরের আইপিএলে প্রথমটি চেন্নাই জিতলেও ফিরতি ম্যাচ জেতে নাইট রাইডার্সরা। দুই দলের শেষ পাঁচটি সাক্ষাতে ধোনিরা চারটিতেই জিতেছে।

কলকাতা নাইট রাইডার্স

শুভমান গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠি, এইউন মরগ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, কমলেশ নাগরকোটি, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণ।

চেন্নাই সুপার কিংস

রুতুরাজ গায়কদ, ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, স্যাম কারান, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়, উইকেট রক্ষক), লুঙ্গি এনগিডি, শার্দুল ঠাকুর ও দ্বীপক চাহার।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চেন্নাইকে বিধ্বস্ত করে জয়ে ফিরলো লখনৌ
টস হেরে ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংস
কলকাতাকে হারাতে জার্সি বদল কোহলিদের
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
X
Fresh