• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

স্ট্রিকের পর ৮ বছরের জন্য নিষিদ্ধ লঙ্কান সাবেক অলরাউন্ডার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ এপ্রিল ২০২১, ১৮:৩২
দিলহারা লোকুহেতিগে

এইতো গত সপ্তাহে ৮ বছরের জন্য নিষিদ্ধ করা হয় সাবেক তারকা ক্রিকেটার হিথ স্ট্রিককে। এবার একই সময়ের জন্য নিষিদ্ধ করা হয়েছে শ্রীলঙ্কা সাবেক অল-রাউন্ডার দিলহারা লোকুহেতিগেকে।

আইসিসির দুর্নীতি বিরোধী আইন ভাঙায় দিলহারাকে আট বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের ক্রিকেট থেকে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দিলহারার নিষেধাজ্ঞার খবর জানায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

আইসিসির দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ সালে দিলহারার বিরুদ্ধে আইসিসির দুর্নীতি বিরোধী আইনের তিনটি ধারা ভাঙার অভিযোগ আনা হয়। এগুলো ম্যাচ পাতানোর চেষ্টা, দুর্নীতি বিরোধী কাজ করতে উৎসাহ দেয়া আর তৃতীয়টি তথ্য গোপন করা।

এসব অভিযোগের ভিত্তিতে আইসিসির দুর্নীতি দমন ট্রাইব্যুনালের শুনানির পর গত জানুয়ারিতে দিলহারাকে দোষী সাব্যস্ত করা হয়। তার তিন মাস পর শাস্তি ঘোষণা করেছে আইসিসি।

যদিও দুর্নীতির অভিযোগ ওঠায় ২০১৯ সাল থেকেই নিষিদ্ধ দিলহারা শাস্তির মেয়াদও শুরু হয়েছে তখন থেকে।

আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে ক্রিকেট দিয়ে দিলহারার অভিষেক হয় ২০০৫ সালে। সংক্ষিপ্ত ক্যারিয়ারে খেলেছেন কেবল ৯টি ম্যাচ। খেলেছেন ২টি টি-টোয়েন্টি ম্যাচও।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh