• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

চেন্নাই ম্যাচেই বাদ পড়ছেন সাকিব!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ এপ্রিল ২০২১, ১৬:৩৫
পুরনো ছবি

তিন ম্যাচের দুটিতে হার, একটিতে জয় কলকাতা নাইট রাইডার্সের। এই তিন ম্যাচের প্রথম দুই ম্যাচে সাকিব নেন ৩ উইকেট, ব্যাট হাতে নেই রান। তৃতীয় ম্যাচে দুই ওভারে ২৪ রান দিয়েছেন, ২৫ বলে করেছেন ২৬ রান।

সাকিবের এমন পারফরম্যান্স হতাশ হবার মতোই আইপিএলের মতো আসরে। তিন ম্যাচে এমন পারফর্মের পর চতুর্থ ম্যাচে তাকে দলে রাখা হবে কী না এমন কথা উঠছে এরইমধ্যে।

দলে সুনীল নারিনের মতো ক্রিকেটার থাকতে সাকিবকে কেন নেয়া হচ্ছে বারবার এমন দাবিও উঠছে কলকাতার গণমাধ্যমে। তাই আর চুপ করে থাকতে পারেননি দলটির কোচ ব্রেন্ডন ম্যাককালাম।

“ম্যাচ খেলার জন্য শতভাগ ফিট নন সুনীল নারিনের। সে নিশ্চিত ভাবেই আমাদের ভাবনায় আছে। ব্যাঙ্গালুরুর বিপক্ষেই তার খেলার কথা ছিল কিন্তু, শেষ মুহূর্তে সাকিবকে খেলিয়েছি। এর কারণ অবশ্য, সাকিবের ব্যাটিং নিয়ে প্রত্যাশা। যদিও গত তিন ম্যাচে প্রত্যাশিত ফল পাইনি। তবে চেন্নাইয়ের বিপক্ষে পরিবর্তন দেখা যাবে একাদশে।”

তবে গতবারের পারফর্ম দেখলে নারিনও হতাশ করবে। ১০ ম্যাচে ১২০ রানের পাশাপাশি নিয়েছিলেন মোটে ৫টি উইকেট। উপরের দিকে ব্যাটিং করিয়েও ফলপ্রসূ হয়নি সিদ্ধান্ত।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
অবশেষে সাকিব ইস্যুতে মুখ খুললেন ওবায়দুল কাদের
মিরপুরে সাকিবের অন্যরকম বিকেল
X
Fresh