• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আইপিএলে ছয়ের সংখ্যায় তিনে কায়রন পোলার্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ এপ্রিল ২০২১, ২২:৫৯
ছবি- আইপিএল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩টি ছয় হাঁকিয়েছিলেন কাইরণ পোলার্ড। যা তাকে তুলে দিয়েছে ছয়ের সংখ্যায় তিন নম্বরে।

আইপিএলের ইতিহাসে বিদেশিদের মধ্যে সর্বাধিক ছয় হাঁকানোর তালিকায় পোলার্ড এখন তিনে। সবশেষ ম্যাচে তিনটি ছয় হাঁকিয়ে আইপিএলে পোলার্ডের মোট ছক্কার সংখ্যা এখন ২০১।

১৯৮ ছয় নিয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গে তৃতীয় স্থানে ছিলেন যুগ্ম ভাবে। সেই ওয়ার্নারের দলের বিপক্ষেই তিন ছয়ে টপকে যান এই ক্যারিবীয় ব্যাটসম্যান।

আইপিএলে সর্বাধিক ছয়ের তালিকায় এক নম্বরে রয়েছেন ক্রিস গেইল। তার ছয়ের সংখ্যা ৩৫১টি। এই তালিকায় গেইলের ধারেকাছেও নেই কেউ।

গেইলের পর ২৪৩টি ছয় হাঁকিয়ে দুই নম্বরে আছেন এবি ডি ভিলিয়ার্স। তবে দেশি-বিদেশী মিলে রোহিত শর্মা (২১৭) ও মহেন্দ্র সিংহ ধোনির (২১৬) পরে অবস্থান পোলার্ডের। এখন পোলার্ডের সঙ্গে যুগ্মভাবে পঞ্চম স্থানে রয়েছেন বিরাট কোহলি।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh