• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভারতের ৯ ভেন্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ এপ্রিল ২০২১, ১৪:২২
BCCI selects 9 venues for ICC T20 World Cup 2021 in India, rtv online
গেল বছর নভেম্বরে ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের কাউন্টডাউন শুরুর হয়

করোনার চ্যালেঞ্জ মাথায় নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলছে ভারতে। চলতি বছরের শেষদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা ভারতের। আইপিএল উদ্বোধনের দিন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি ঘোষণা দিয়েছিলেন, ছোট ফরম্যাটের বিশ্বকাপের সর্বকালের সেরা আসর হতে চলেছে এটি। তারই ধারাবাহিকতায় এবার বিশ্বকাপের ভেন্যুর নাম প্রকাশ করেছে আয়োজক দেশটি।

শুরুতে বিশ্ব আসরের জন্য ছয়টি ভেন্যু নির্ধারণের কথা ছিল। তবে আরও তিনটি বাড়িয়ে মোট ৯টি ভেন্যুর নাম জানিয়েছে বিসিসিআই।

শুক্রবার অনুষ্ঠিত এই সভার সিদ্ধান্ত অনুযায়ী এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে কয়েকদিন আগে উদ্বোধন হওয়া নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। আহমেদাবাদের এই স্টেডিয়ামকে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের খেতাব দেয়া হয়েছে। বাকি ভেন্যুগুলো হচ্ছে— মুম্বাই, নয়া দিল্লি, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ধর্মশালা ও লখনৌ।

১৬ দল নিয়ে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের জন্য ভেন্যুগুলোকে প্রস্তুত করতেও বলা হয়েছে।

বিসিসিআই’র কর্মকর্তা ভারতীয় গণমাধ্যম এনআইকে বলেছেন, ‘সভায় কোভিড পরিস্থিতি মাথায় রেখে ৯ ভেন্যুকে সব প্রস্তুতি নিতে বলা হয়েছে। অক্টোবর-নভেম্বর করোনা পরিস্থিতি কেমন হবে, তা আগে থেকে বলা যাচ্ছে না। তবে প্রস্তুতি চলমান থাকবে।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh