• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

প্রস্তুতি ম্যাচে মুখোমুখি তামিম-মুমিনুলরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ এপ্রিল ২০২১, ১০:৩৩
team red vs team green tamim iqbal vs mominul haq, rtv online sri lanka vs bangladesh
ছবি-সংগৃহীত

শ্রীলঙ্কা সফরে টেস্ট ম্যাচ খেলার আগে দুইভাগে ভাগ হয়ে অনুশীলন ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দল। দুইদিনের এই ম্যাচে লাল দলের অধিনায়ক হিসেবে রয়েছেন তামিম ইকবাল। অন্যদিকে সবুজ দলকে নেতৃত্ব দিচ্ছেন মুমিনুল হক।

শনিবার সকালে কাটুনায়েকের চিলাও মারিয়ান্স ক্রিকেট ক্লাব মাঠে প্রথমে ব্যাট করতে নেমেছে তামিমের লাল দল।

চলতি সফরে সাদা পোশাকে দুটি ম্যাচে অংশ নিবে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। ২১ ও ২৯ এপ্রিল পাল্লেকেলেতে বসবে ম্যাচ দুটি। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নেমেছে টিম টাইগার।

গেল ১২ এপ্রিল ৪১ সদস্যের বহর নিয়ে ঢাকা ছাড়ে বাংলাদেশ। বৃহস্পতিবার কোয়ারেন্টিন শেষ করে অনুশীলন করেছে লাল-সবুজরা।

এর আগে ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ থকায় বড় দল ঘোষণা করেছেন নির্বাচকরা। তাছাড়া শ্রীলঙ্কা নেট বোলার দেবে না তাই স্কোয়াডে বাড়তি বোলারও রাখা হয়েছে।

ক্রিকেটাররা ছাড়াও কোচিং স্টাফ-সাপোর্ট স্টাফ ও বিসিবি অফিসিয়ালসহ মোট ৪১ জন রয়েছে এই বহরে।

লাল দল

তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ ও সাপোর্ট স্টাফ।

সবুজ দল

সাদমান আহমেদ, লিটস দাস, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মমদ মিঠুন, ইয়াসির আলী রাব্বি, শুভাগত হোম, নাঈম হাসান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে যে বার্তা সাকিবের
চট্টগ্রাম টেস্টের আগে লঙ্কান শিবিরে দুঃসংবাদ
সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট
শান্তর অধিনায়কত্ব নিয়ে যা বললেন সাকিব
X
Fresh