Mir cement
logo
  • ঢাকা শনিবার, ১৫ মে ২০২১, ১ জ্যৈষ্ঠ ১৪২৮

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ এপ্রিল ২০২১, ২৩:২৭
আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২৩:৩৯

প্রোটিয়াদের শেষ টি-টোয়েন্টিতেও হারাল পাকিস্তান

ছবি- ক্রিকইনফো

দক্ষিণ আফ্রিকায় অন্য দলগুলো যেখানে নিজেদের মানিয়ে নিতে হিমশিম খায়, সেখানে তাদের মাটিতেই দুটি সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। প্রথমে ওয়ানডের পর ৩-১ ব্যবধানে হারিয়েছে টি-টোয়েন্টি সিরিজ।

চার ম্যাচ সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরিয়ানে পাকিস্তান টস জিতে সিদ্ধান্ত নিয়েছিল ফিল্ডিংয়ের। ব্যাট করতে নেমে শুরুতে এইডেন মার্করামের ১১ রানে বিদায়ে কিছুটা নড়বড়ে হলেও ধাক্কা সামলান জানেমান মালান ও রাসি ভ্যান ডার ডুসেন।

মালান ৩৩ রান করে ফিরলেও ডুসেন খেলেন অর্ধশত রানের ইনিংস। তবে ৫২ রান করে ডুসেনের বিদায়ের পর বাকিরা ব্যর্থ হন দশ রানের কোঠা পার করতেও।

ফাহিম, হাসান, রৌফদের তোপে ১৯.৩ বলেই সব উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে দক্ষিণ আফ্রিকা।

তিনটি করে উইকেট নেন ফাহিম আশরাফ, হাসান আলী এবং দুটি উইকেট নেন হারিস রৌফ।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান সাজঘরে ফেরেন রানের খাতা খোলার আগেই।

তবে ফখর জামান ও বাবর আজমের দৃঢ়তায় জয়ের সুবাতাস পায় পাকিস্তান। বাবর ২৪ আর ফখর ৬০ রান করে ফিরলে খানিকটা ব্যাক-ফুটে চলে যায় পাকিস্তান।

আট নম্বরে ব্যাট করতে নামা মোহাম্মদ নেওয়াজের অপরাজিত ২৫ রানে ভর করে ১৯.৫ বলে গিয়ে জয় নিশ্চিত করে সফরকারীরা। ৩ উইকেটে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় পাকিস্তান।

প্রোটিয়াদের হয়ে দুটি করে উইকেট নেন লিজাদ উইলিয়ামস ও সিসান্দা মাগালা।

এমআর/পি

RTV Drama
RTVPLUS