• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

১২ সপ্তাহের জন্য মাঠের বাইরে স্টোকস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ এপ্রিল ২০২১, ১৭:২৯
ক্রিস গেইলের ক্যাচ ধরার মুহুর্ত

ইংল্যান্ড অল-রাউন্ডার বেন স্টোকস ক্রিকেট খেলতে পারবেন না ১২ সপ্তাহ। গত ১৩ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে এত বড় বিপদ আসে স্টোকসের। বৃহস্পতিবার পুনরায় এক্স-রে ও সিটি স্ক্যান করানোর পর জানা যায় বা হাতের আঙুলে বড় ধরণের ক্ষতি হয়েছে।

সোমবার নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে ৪ রানে হেরে যাওয়া ম্যাচে ক্রিস গেইলের ক্যাচ নেওয়ার সময় ব্যথা পান স্টোকস। এর আগে একটি ওভারও করেছিলেন, ব্যথা পাবার পর আর করতে পারেননি। ব্যাট হাতে খেলেন মাত্র তিন বল।

২৯ বছর বয়সী স্টোকসকে চোটে পড়ার পরও দলের সঙ্গে রাখার কথা জানিয়েছিল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ। তবে সেটি আর হচ্ছে না, শনিবার ছাড়তে হবে ভারত। আগামী সোমবার লিডসের একটি হাসপাতালে অস্ত্রোপচার করাবেন তিনি।

চোটের কারণে শুধু আইপিএল নয়, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ও জুনে শ্রীলঙ্কা এবং পাকিস্তান সিরিজেও থাকতে হবে মাঠের বাইরে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজস্থানকে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় এনে দেন বাটলার
পরাগের দুর্দান্ত ফিফটিতে জিতল রাজস্থান
X
Fresh