Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৩ মে ২০২১, ৩০ বৈশাখ ১৪২৮

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ এপ্রিল ২০২১, ১৬:৩০
আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ১৯:৫২

বিরাটের জীবন পাল্টে দিয়েছে ভামিকা

ছবি-সংগৃহীত

চলতি বছরের জানুয়ারিতে ফুটফুটে কন্যা সন্তান আসে বিরাট কোহলি-আনুষ্কা শর্মার কোল জুড়ে। এরপর থেকেই নাকি জীবন বাঁক নেয় পরিবর্তনের দিকে। বলেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিরাট কোহলি নেতৃত্ব দিচ্ছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যঙ্গালুরুর। তার দল চলতি আসরে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে। পরিবর্তন এসেছে অধিনায়কত্বেও।

সম্প্রতি এক ভিডিও বার্তায় কোহলি জানালেন, কন্যা সন্তানের বাবা হবার পর তার জীবনে এসেছে বিরাট পরিবর্তন।

“জীবনটা খুব তাড়াতাড়ি পাল্টে গেল। একজন মানুষের জীবনের দায়িত্ব এখন আমার কাঁধে। সন্তান প্রথমে তার মায়ের ওপর নির্ভরশীল হয়, থাকে বাবার দায়িত্বও। যখন মা-বাবা দুজনেই সন্তানের দায়িত্ব ভাগ করে নেয় তখন দারুণ পরিবেশ সৃষ্টি হয়। আমরা দুজনে দায়িত্ব উপভোগ করছি।”

বিরাট আরও বলেন, দায়িত্ব উপভোগেই শেষ নয়, ভামিকার (বিরাটের কন্যা) জন্মের পর অনেক কিছু বদলে গিয়েছে তার।

“জীবন অনেক পাল্টে গেছে। যখন সন্তানের হাসি মুখ দেখি তখনকার অনুভূতি কতটা আনন্দের সেটা বলে বোঝানো সম্ভব না। আমি সৌভাগ্যবান এমন মুহূর্তগুলো দেখছি।”

এমআর/

RTV Drama
RTVPLUS