• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আইপিএলে প্রথম কোভিড বদলি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ এপ্রিল ২০২১, ১৪:১৯
শামস মুলানি

করোনাভাইরাস সংক্রমণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম দিকে কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না দিল্লি ক্যাপিট্যালসের বাঁহাতি স্পিন-অলরাউন্ডার অক্ষর প্যাটেল।

আইপিএল শুরুর তিনদিন আগে, অর্থাৎ ৩ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছিলেন অক্ষর। যদিও কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়েই যোগ দেন দলের সঙ্গে। নিয়মিত কোভিড চেক-আপে তার করোনা সংক্রমণের ব্যপারটি জানা যায়।

যেহেতু তাকে এখনই পাওয়া যাচ্ছে না দলের সঙ্গে তাই দিল্লি ক্যাপিটালস কিছুদিনের জন্য কোভিড বদলি খেলোয়াড় হিসেবে আরেক বাঁহাতি স্পিন-অলরাউন্ডার শামস মুলানিকে দলে নিয়েছে। শামস মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলছেন এবারের আইপিএল।

অক্ষরের জায়গায় দিল্লিতে ডাক পাওয়া শামসের ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ ও ৩০টি লিস্ট 'এ' ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। যদিও এবারই প্রথম আইপিএলে ডাকা হয়েছে ২৪ বছর বয়সী এই অল-রাউন্ডারের।

সবশেষ মুম্বাইয়ের বিজয় হাজারে ট্রফিতে ছয় ম্যাচে ৫.১৫ ইকোনমি রেটে নেন ৯টি উইকেট আর ব্যাট হাতে তিন ইনিংসে করেন ৯১ রান।

অক্ষর ছাড়াও দিল্লির নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার ছিটকে যান আইপিএলের আগেই। কাঁধের চোট আর অস্ত্রোপচারের জন্য খেলছেন না এবারের আসর। তার বদলে দলে সুযোগ পেয়েছেন কর্ণাটকার অলরাউন্ডার অনিরুদ্ধ জোশি।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরাগের দুর্দান্ত ফিফটিতে জিতল রাজস্থান
অধিনায়কত্বের মুকুট পরেই মাঠে ফিরছেন পান্ত
X
Fresh