• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

হাসপাতালে নেয়া হলো করোনায় আক্রান্ত আকরামকে

আরটিভি নিউজ

  ১৫ এপ্রিল ২০২১, ২০:৫৪
akram khan corona positive, RTV ONLINE
আকরাম খান || ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানকে হাসপাতালে নেয়া হয়েছে। কয়েকদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নেয়া হলো।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম খানের সহধর্মিণী সাবিনা আকরাম।

গেল ১০ এপ্রিল করোনা আক্রান্ত হন আকরাম খান। এরপর থেকে রাজধানীর মহাখালী ডিওএইচসের বাসায় আইসোলেশনে ছিলেন তিনি।

সাবিনা আকরাম বলেন, ‘করোনা আক্রান্ত হওয়ার পর বাসায় চিকিৎসা দেয়া হচ্ছিল আকরামকে। তবে কয়েকদিন ধরে কাশির পরিমাণ বেড়ে যায়। তাই আরও কিছু পরীক্ষা করানো হয় তাকে। রিপোর্ট দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছেন।’

বাংলাদেশ দলের সাবেক অধিনায়কেরে সহধর্মিণী আরও যোগ করেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুসের ৩০ শতাংশ সংক্রমিত হয়েছে। তবে শরীরে অক্সিজেনের মাত্রা বেশ ভালো পর্যায়ে আছে।’

১৯৮৮ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তার। খেলেছেন ৪৪টি ওয়ানডে। ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টের সদস্য ছিলেন। ২০০৩ সাল পযর্ন্ত দেশের হয়ে ৮টি টেস্ট খেলেছেন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
বিসিবির সিদ্ধান্তে একমত সুজন
‘আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই, তার থেকেই সবাই শিখবে’
তামিমের ভুল ধরিয়ে দেওয়ার যোগ্যতা আছে কি কোচদের?
X
Fresh