• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

১০০ দিনের কাউন্টডাউন শুরু, অলিম্পিক আয়োজনে আত্মবিশ্বাসী টোকিও

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ এপ্রিল ২০২১, ২৩:৪৪
tokyo olympics 2021,  100 days-to-go, rtv online
ছবি-সংগৃহীত

বিশ্বের নানা প্রান্তে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। এমন পরিস্থিতিতেই ১০০ দিনের কাউন্টডাউন শুরু করলো আয়োজক দেশ জাপান। জনসমক্ষে আনা হলো টোকিও অলেম্পিকের মাসকট।

বুধবার টোকিওর মাউন্ট তাকাওয়ে বসেছে অলিম্পিক সিম্বল। আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো এদিন। অন্যদিকে শহরের মেট্রোপলিটন গভর্নমেন্ট বিল্ডিংয়ে উন্মোচিত হলো অলিম্পিক ও প্যারালিম্পিকের ম্যাসকটও।
এবারের গেমসের মাসকটের নাম ‘মিরাইতোয়া’। প্যারালিম্পিক গেমসের মাসকটকে ডাকা হবে ‘সোমেইতি’ নামে।

মহামারির কারণে গেল বছর পিছিয়ে যায় টোকিও অলিম্পিক। ঘোষণা দেয়া হয় ২০২১ সালের ২১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত চলবে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসর।

জাপানের একাধিক সংস্থার সমীক্ষায় দাবি করেছে, দেশটির ৮০ শতাংশ নাগরিক করোনা পরিস্থিতিতে অলিম্পিক আয়োজন চান না।

তবে এসব পাত্তা না দিয়ে সফল আয়োজক হবে আশাবাদী টোকিওর গভর্নর ইউরিকো কোইকে।

এদিন বলেন, স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করছেন। করোনা রোধে তাদের নানাবিধ প্রয়াসের ফলেই অলিম্পিকের ১০০ দিনের কাউন্টডাউনের অনুষ্ঠান আমরা করতে পারছি।’

সবার সুরক্ষা সুনিশ্চিত করে অলিম্পিক আয়োজনের আশা ব্যক্ত করেছেন তিনি। একই সুর টোকিও অলিম্পিকের প্রেসিডেন্ট হাশিমোতো সেইকোর গলাও।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh