• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ম্যাক্সওয়েল মান বাঁচালেন কোহলিদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ এপ্রিল ২০২১, ২১:৪৪
Sunrisers Hyderabad vs Royal Challengers Bangalore, IPL 2021, rtv online
ছবি-সংগৃহীত

সানরাইজার্স হায়দরাবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ব্যাটসম্যানরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিরাট কোহলি নেতৃত্বাধীন দলটি ডেভিড ওয়ার্নারদের সামনে ১৫০ রানের লক্ষ্য দিলো।

বুধবার চেন্নাইয়ে নতুন মৌসুমে ষষ্ঠ ম্যাচে টস জিতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়া হায়দরাবাদ।

রজত পাতিদরের বদলে সুযোগ পাওয়া দেবদূত পাডিক্কাল ১৩ বলে ১১ রান করে ফেরেন।

দলীয় ৪৭ রানের মাথায় ব্যক্তিগত ১৪ রান করে বিদায় নেন শাহবাজ আহমেদ। তার আগে ১০টি বল খেলেন তিনি।

ওপেনার হিসেবে নামা বিরাট কোহলি ২৯ বলে ৩৩ রানের ইনিংস খেলেন।

দলীয় ৯১ রানে ফেরেন অধিনায়ক। ৯৫ রানে এবি ডিভিলিয়ার্স, ১০৫ রানে ওয়াশিংটন সুন্দর ও ১০৯ রানে বিদায় নেন ড্যান ক্রিস্টিয়ান।

৫ বলে ১ রান করেন প্রোটিয়া কিংবদন্তি ডিভিলিয়ার্স। ১১ বলে ৮ রান আসে সুন্দরের ব্যাট থেকে। ২ বলে ১ রান করে ফেরেন অজি তারকা ক্রিস্টিয়ান।

এমএ চিদম্বরম স্টেডিয়ামে দলের হাল ধরেন গ্লেন ম্যাক্সওয়েল। কাইল জেমিসনকে নিয়ে ১৫ বলে ২৭ রানের জুটি গড়েন অস্ট্রেলিয়ান হার্ড হিটার ব্যাটসম্যান।

৯ বলে ১২ রান করে বিদায় নেন কিউই অলরাউন্ডার জেমিসন।

শেষ ওভারে আউট হবার আগে ৪১ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। অন্যদিকে কোনও বল না খেলে অপরাজিত ছিলেন হার্শাল প্যাটেল।

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান করে ব্যাঙ্গালুরু।

সানরাইজার্সের হয়ে তিনটি উইকেট নেন জেসন হোল্ডার। দুটি উইকেট শিকার করেন রশিদ খান। একটি করে উইকেট তুলেছেন টি নাটারাজন, শাহবাজ নাদিম ও ভুবেনেশ্বর কুমার।


সানরাইজার্স হায়দরাবাদ একাদশ

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেট-রক্ষক), মনীশ পান্ডে, জনি বেয়ারেস্টো, বিজয় শঙ্কর, আবদুল সামাদ, জেসন হোল্ডার, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, শাহবাজ নাদিম ও টি নাটারাজন।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু একাদশ

বিরাট কোহলি (অধিনায়ক), দেবদূত পাডিক্কাল, এবি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, ওয়াশিংটন সুন্দর, কাইল জেমিসন, শাহবাজ আহমেদ, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টানা দুই ম্যাচে চেন্নাইকে হারাল লক্ষ্ণৌ
রুতুরাজের সেঞ্চুরিতে মোস্তাফিজদের বড় সংগ্রহ
রাজস্থানের বিপক্ষে মুম্বাইয়ের লড়াকু পুঁজি
টস হেরে ফিল্ডিংয়ে রাজস্থান রয়্যালস
X
Fresh