• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পাকিস্তানকে বড় লক্ষ্য দিলো প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ এপ্রিল ২০২১, ২০:১৪
 South Africa vs Pakistan, 3rd T20I, Centurion, April 14, 2021, https://www.rtvonline.com/
সংগৃহীত

চার ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের সামনে রানের পাহাড় দাঁড় করানো দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২০৫ রান সংগ্রহ করেছে প্রোটিয়ারা।

বুধবার সেঞ্চুরিয়ন পার্কে টস জেতার পর স্বাগতিকদের ব্যাট করতে পাঠান পাকিস্তান দলনায়ক বাবর আজম।

১০৮ রানের ওপেনিং জুটি গড়েন এইডেন মার্করাম ও জানেমান মালান।

৩১ বলে ৬৩ রান করে বিদায় নেন মার্করাম। মালানের ব্যাট থেকে আসে ৪০ বলে ৫৫ রান।

১১ বলে ২২ রান করেন জর্জ লিন্ডে। ১০ বলে ১৫ রান করেন হেনরিচ ক্লাসেন ও ৮ বলে ১১ রান করে ফিরেন আন্দিলে ফেলুকওয়ায়োরা। ২০ বলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন রাসি ফন ডার ডুসেন।

পাকিস্তানের হয়ে দুটি উইকেট তুলেন মোহাম্মদ নেওয়াজ। একটি করে উইকেট আদায় করেন শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি ও ফাহিম আশরাফ।

এর আগে জোহানেসবার্গে প্রথম ম্যাচে চার উইকেটে জিতেছিল পাকিস্তান। ছোট ফরম্যাটের সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জয় নিয়ে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেতু থেকে খাদে পড়ে ৪৫ বাসযাত্রীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু 
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বিসিবির
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম!
ভেঙে গেল ভারত-পাকিস্তানের দুই মেয়ের সম্পর্ক
X
Fresh