Mir cement
logo
  • ঢাকা বুধবার, ২৩ জুন ২০২১, ৯ আষাঢ় ১৪২৮

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ এপ্রিল ২০২১, ১৮:১১

ফুটবল খেলা থামিয়ে ইফতার বিরতি

Turkey Football player Breaking Their Fast During the match। Ramadan 2021, rtv online
ছবি-সংগৃহীত

মঙ্গলবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হয়েছে। একইভাবে সৌদির সঙ্গে মিল রেখে রোজা শুরু হয়েছে ইউরোপের দেশগুলোতেও। প্রথম রমজানের দিন তুরস্কে খেলাচলীন সময়ে ইফতারের সময় হয়। খেলা বন্ধ রেখে রোজা খুলতে দেখা গেছে বেশ কয়েকজন ফুটবলারদের।

করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে গেল বছরের মতো এবার নানা বিধিনিষেধ মেনে রমজান পালন করছেন বিশ্বের নানা প্রান্তে থাকা মুসলিমরা।

মঙ্গলবার তুরস্কের গিরেসান শহরে টিটিএফ ফাস্ট লিগের ম্যাচে মাঠে নেমেছিল গিরেসানপোর ও আঙ্কারা কেসিওরেগুচু। কোটানাক স্টেডিয়ামে ম্যাচটি ২-১ গোলে জিতে নেয় স্বাগতিক গিরেসান।

দেশটির দ্বিতীয় স্তরের এই লিগ ম্যাচ চলাকালীন মাগরিবের আজান শুরু হয়। এসময় বিশেষ বিরতি দেয়া হয়।। দৌড়ে গিয়ে বেশ কয়েকজন খেলোয়াড় দ্রুত ইফতার সেড়ে নেন। এরপর আবারও শুরু হয় খেলা।

ওয়াই

RTV Drama
RTVPLUS