• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হেরে পিচকে দুষলেন মরগ্যান!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ এপ্রিল ২০২১, ১২:০৯
এউইন মরগ্যান

কলকাতা নাইট রাইডার্সকে মাত্র ১৫৩ রানের লক্ষ্য দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস। টি-টোয়েন্টি ক্রিকেটের এই যুগে এই কটা রান তো মামুলি ব্যপার। তার ওপর কলকাতায় বাঘা বাঘা সব ব্যাটসম্যান, অনায়াস জেতা যায়।

কিন্তু শেষ পর্যন্ত মুম্বাইয়ের কাছে হেরে যায় ১০ রানে। দলীয় ১২২ রানের মাথায় যখন সাকিব আল হাসান সাজঘরে ফেরেন তখন উইকেটে ছিলেন দীনেশ কার্তিক-আন্দ্রে রাসেল।

বাকি কুড়িটা রানও নিতে পারেনি তারা। রাসেল ১৫ বলে ৯ রান করে ফেরেন, কার্তিক ৮(১১) রানে অপরাজিত থেকে দেখেছেন দলের হার।

দোষটা কার? বোঝাপোড়ায় নাকি ব্যাটসম্যানদের ব্যর্থতা। ম্যাচ শেষে অধিনায়ক এউইন মরগ্যান দোষ চাপালেন পিচের ওপর! মর্গ্যান মনে করেন চেন্নাইয়ের পিচে রান তাড়া করা কঠিন ছিল।

“জেতা উচিত ছিল আমাদের। এই মাঠে যে কয়টা ম্যাচ হয়েছে তাতে শেষের দিকে রান করা কঠিন হয়ে যায়। যা এবি ডি ভিলিয়ার্স ছাড়া আর কেউ করতে পারেনি।”

কলকাতায় ডি ভিলিয়ার্স না থাকলেও ছিলেন বিশ্বসেরা সাকিব আল হাসান, আন্দ্রে রাসেলরা। ব্যর্থ হয়েছেন তারা। তবে মরগ্যান কৃতিত্ব দিচ্ছেন মুম্বাই বোলারদের।

“গত কয়েক বছর ধরে এভাবেই খেলছে মুম্বাই। তাদের থেকে এটা আমাদেরও শিখতে হবে। ভুল করলে সেটা শুধরানোর পথও বের করতে হবে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেঙ্গালুরুর বিপক্ষে মুম্বাইয়ের জয়
মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন রোহিত!
X
Fresh