• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পিএসজিকে হারিয়েও সেমিতে উঠতে পারেনি বায়ার্ন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ এপ্রিল ২০২১, ১০:৫৯
ছবি-সংগৃহীত

দুই দলের জন্যই মহাগুরুত্বপূর্ণ ম্যাচ ছিল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটা। তবে গতবার ফাইনালের মতো বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হারলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু হেরেও সেমি-ফাইনালে উঠে গেছে পিএসজি।

দুই লেগ মিলে দুই দলের সোল ব্যবধান সমান ৩-৩ হলেও অ্যাওয়ে গোল এগিয়ে থেকে সেমিতে পা রেখেছে নেইমার-এমবাপেরা।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে পিসজির ব্রাজিলিয় ফরোয়ার্ড নেইমার। তবে সবকটি সম্ভাবনাই শেষ করে দেয় বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।

এরপর উল্টো আক্রমণ আসতে থাকে পিএসজির দিকে। তবে দারুণভাবে সব আক্রমণ ঠেকিয়ে দেন গোলরক্ষক কেইলর নাভাস। তবে সেটি বেশিক্ষণ ধরে রাখতে পারেননি নাভাস। তাকে ফাঁকি দিয়ে ৪০ মিনিটের মাথায় বল জালে পাঠান বায়ার্নের চুপো মোটিং।

প্রথমার্ধ ১-০ ব্যবধানে শেষ হলে দ্বিতীয়ার্ধে আরও ক্ষিপ্র হয়ে ওঠে দু’দল। নেইমার বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারেননি। ৭৮ মিনিটের মাথায় এমবাপে জালে বল পাঠালেও বেজে ওঠে অফ-সাইডের বাঁশি।

শেষ দিকে শত চেষ্টায়ও আর বল জালে পাঠাতে পারেনি পিএসজি। গোটা ম্যাচে ১৩টি শট নেয় বায়ার্ন আর পিএসজির নেয় ১০ শট। গোলপোস্টে বায়ার্নের লক্ষ্য ছিল পাঁচটি আর পিএসজির ছিল তিনটি।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh