• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

টস জিতে মুম্বাইকে ব্যাট করতে পাঠালো কলকাতা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ এপ্রিল ২০২১, ১৯:৩২
news, cricket, ipl 2021, kolkata knight riders, vs mumbai indians, kolkata vs mumbai, Shakib al hasan, rtv online
ছবি- টুইটার


ইন্ডিয়ান প্রিমিয়র লিগে (আইপিএল) মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও মুম্বাই ইন্ডিয়ানস। নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা।

মঙ্গলবার চেন্নাইয়ে এম এ চিদাম্বরম স্টেডিয়াম বসেছে ম্যাচটি। নাইট রাইডার্স একাদশে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এখনও পর্যন্ত আইপিএলে ২৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। ২১ বার জিতেছে মুম্বাই। সাত বার জিতেছে কলকাতা।

নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে নতুন আসর শুরু করে এউইন মরগ্যানের কেকেআর। এদিন কোলকাতা দলে কোনও পরিবর্তন আনা হয়নি।

অন্যদিকে বিরাট কোহলির আরসিবির কাছে শেষ বলে ম্যাচ হারতে হয়েছে রোহিত শর্মাদের। ওপেনার ক্রিস লিনের বদলে মু্ম্বাই একাদশে জায়গা করে নিয়েছেন কুইন্টন ডি কক।

মুম্বাই ইন্ডিয়ানস একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, মার্কো জানসেন, জয়ন্ত যাদব, ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহ।

কলকাতা নাইট রাইডার্স

শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, নীতীশ রানা, এউইন মরগ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেট-রক্ষক), আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, প্যাট কামিন্স, হরভজন সিং, প্রসিদ্ধ কৃষ্ণ ও বরুণ চক্রবর্তী।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে যে বার্তা সাকিবের
শান্তর অধিনায়কত্ব নিয়ে যা বললেন সাকিব
৫২৩ রানের রেকর্ডময় ম্যাচে মুম্বাইকে হারালো হায়দ্রাবাদ
বেঙ্গালুরুর রেকর্ড ভেঙে আইপিএলে হায়দ্রাবাদের ইতিহাস
X
Fresh