• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়ালের সভাপতি পেরেজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ এপ্রিল ২০২১, ১৯:১৬
real madrid, Florentino Perez, benzema ramos, rtv online
ফ্লোরেন্টিনো পেরেজ

২০২৫ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচিত হলেন ফ্লোরেন্টিনো পেরেজ। টানা পঞ্চম ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো স্প্যানিশ দলটির প্রধান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তিনি।

৭৪ বছর বয়সী এই ব্যবসায়ীর বিরুদ্ধে কোনও প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন তিনি। মঙ্গলবার ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে দলটি জানিয়েছে, ‘নির্বাচন কমিশন দেখেছে সভাপতি হিসেবে আর কোনও প্রার্থী নেই। তাই ডন ফ্লোরেন্টিনো পেরেজ রদ্রিগুয়েজের নাম সভাপতি হিসেবে ঘোষণা করা হচ্ছে।’

সবশেষ ২০০৯ সালে রামোস কালডেন মাদ্রিদের দলটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। অর্থাৎ এক যুগ ধরে পেরজই ঐতিহ্যবাহী দলটির আসনে রয়েছেন।

১৯৪৭ সালে মাদ্রিদেই জন্ম পেরেজের। পেশায় ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার। পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যবসায় জড়িয়ে পড়েন। সক্রিয় ছিলেন রাজনীতিতেও। ২০০০ সালে প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের সভাপতি প্রার্থী হয়ে বিজয় লাভ করেন। দায়িত্ব পালন করেন ২০০৬ সাল পর্যন্ত।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
বার্সাকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
‘রিয়াল মাদ্রিদে আমার বিদায়ের সময় কেঁদেছিলেন আনচেলত্তি’
আর্সেনালকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গী বায়ার্ন
X
Fresh