• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আইপিএলে যে রেকর্ডে গেইলের ধারে কাছেও নেই কেউ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ এপ্রিল ২০২১, ১০:১৪
ছবি- আইপিএল

দৌড়ে রান নিতে তার বড্ড অলসতা। যে কারণে হয়তো বাউন্ডারি রান তুলতেই পছন্দ করেন ক্রিস্টোফার হ্যানরি গেইল। প্রতিপক্ষকে ব্যাট হাতে কচুকাটা করাতেই তার যত সুখ।

এতে করে অনেক রেকর্ডও করে ফেলেছেন গেইল। এই যেমন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বেশি ছয় হাঁকানোর তালিকায় নিজের নাম লিখিয়ে ফেলেছেন সবার উপরে।

বয়সটা ৪২ ছুঁইছুঁই, তাতেও কমতি নেই তার ছয় হাঁকানোর খিদার। সোমবার পাঞ্জাব কিংসের হয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২৮ বলে ৪০ রানের ইনিংসেও ছিল দুটি ছয়।

এই দুই ছয়ে গেইল পূর্ণ করেন সাড়ে তিনশ ছয়ের (৩৫১) মাইলফলক। আইপিএলে যা প্রথম। এই মাইলফলক ছুঁতে তার খেলতে হয়েছে ১৩৩ আইপিএল ম্যাচ।

গেইলের পর দুইয়ে আছে প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। যদিও ভিলিয়ার্স পিছিয়ে আছেন অনেকটা। ১৭৭ আইপিএল ম্যাচে এবির ছয় ২৩৭টি। তিন নম্বরে থাকা মহেন্দ্র সিং ধোনির রয়েছে ২১৬ ছয়, রোহিত শর্মার ২১৪ আর বিরাট কোহলির রয়েছে ২০১টি ছয়।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একটি সিদ্ধান্তেই আইপিএলের দ্রুতগতির বোলার মায়াঙ্ক!
শেষ ওভারে নাটকীয় জয় পাঞ্জাবের
X
Fresh