• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দ্বিতীয়বার উইন্ডিজ ক্রিকেটের সভাপতি স্কেরিট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ এপ্রিল ২০২১, ১৭:৫৭
রিকি স্কেরিটে

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট পুনরায় আস্থা রেখেছে রিকি স্কেরিটের ওপর। সবশেষ তিনিই ছিলেন এই পদে। দ্বিতীয় মেয়াদে আরও দুই বছরের জন্য সভাপতি পদে নির্বাচিত হয়েছেন স্কেরিট।

শুধু সভাপতি পদেরই নয়, রদবদল হয়নি সহ-সভাপতি পদেরও। স্কেরিটের ডেপুটি কিশোরে শেলোও নির্বাচিত হয়েছেন দ্বিতীয় মেয়াদে। ১১ এপ্রিল ভার্চুয়াল সভায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ স্কেরিটকে আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব বুঝিয়ে দেয়। নতুন মেয়াদে আগামী ২০২৩ সালের মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করবেন ৬৪ বছর বয়সী স্কেরিট।

স্কেরিটের প্রতিদ্বন্দ্বী ছিলেন দুইজন। আনন্দ সানাসি আর কেলভিন হোপ শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে জয়ী হন।

দ্বিতীয়বার ক্রিকেট উইন্ডিজের সভাপতি হতে পেরে স্কেরিট বলেন, ‌‘দ্বিতীয় মেয়াদে উইন্ডিজ ক্রিকেটের সভাপতি নির্বাচিত হওয়ায় আমি অনেক গর্বিত ও সম্মানিত বোধ করছই। পূর্বের মতো সামনেও আমি আমার দায়িত্ব পালন করে যাব নিষ্ঠার সঙ্গে।’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh