• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জয়ে আসর শুরু সাকিবদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ এপ্রিল ২০২১, ২৩:৪০
ছবি- আইপিএল

ব্যাটে বলে খুব একটা জ্বলে উঠতে না পারলেও নিজের প্রথম ওভারের প্রথম বলেই ঋদ্ধিমান সাহাকে বোল্ড করে ফেরান টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। এছাড়া ব্যাট হাতে ২(৫) আর ৪ ওভারে ৩৪ রান দিয়ে ১ উইকেট নেয়া।

তার দল কলকাতা নাইট রাইডার্স আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হয় সাবেক দল সানরাইজার্স হায়দরাবাদের। সন্ধ্যায় টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

ব্যাটিংয়ে নেমে নীতিশ রানার ৮০ (৫৬), রাহুল ত্রিপাঠির ৫৩ (২৯) আর শেষদিকে দীনেশ কার্তিকের অপরাজিত ২২ (৯) রানে ভর করে ৬ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে কলকাতা।

সানরাইজার্সের হয়ে ২টি করে উইকেট নেন মোহাম্মদ নবী ও রশিদ খান। এছাড়া ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও টি নটরজন।

জবাবে ব্যাট করতে নেমে রাইজার্সরা শুরুতে চাপে পড়ে দুই ওপেনার ঋদ্ধিমান সাহা (৭) ও ডেভিড ওয়ার্নারের (৩) বিদায়ে।

এরপর অবশ্য ৫৫ রানের ইনিংস খেলেন জনি বেইরষ্ট্রো। এছাড়া মানিষ পাণ্ডের ব্যাটিংয়ে হায়দরাবাদকে জয়ের আশা দেখালেও শেষ পর্যন্ত কলকাতার নিয়ন্ত্রিত বোলিংয়ে কোণঠাসা হয়ে পড়ে।

মানিষের ৪৪ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংসও কাজে আসেনি শেষ পর্যন্ত। ৫ উইকেটে ১৭৭ রানেই শেষ হয় সানরাইজার্সের ইনিংস।

কলকাতার জয়ে ২ উইকেট নেন প্রসিধ্ব কৃষ্ণ, ১টি করে উইকেট নেন সাকিব, প্যাট কামিন্স ও আন্দ্রে রাসেল।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
X
Fresh