• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যে কারণে এবারের আইপিএলে উইকেটকিপার-ব্যাটসম্যান অধিনায়ক চারজন

আরটিভি নিউজ

  ১১ এপ্রিল ২০২১, ১৯:০৬
জস বাটলার

একটা সময় ক্রিকেটে উইকেটকিপার-ব্যাটসম্যান বলে কোনও শব্দই চালু ছিল না। উইকেটকিপাররা যে ভালো ব্যাটসম্যানও হতে পারেন সেটা অনেকেই মানতে চাইতেন না। কিন্তু অ্যাডাম গিলক্রিস্ট, মার্ক বাউচারের মতো ক্রিকেটারের উদাহরণ থাকলেও তা ছিল নিতান্তই নগণ্য। তবে সময়ের সাথে সাথে উইকেটকিপার-ব্যাটসম্যানের গুরুত্ব বেড়েছে।

আর এর পেছনে মাহেন্দ্র সিংহ ধোনির বিরাট প্রভাব আছে বলে মনে করছেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটার জস বাটলার। তিনি নিজেও একজন উইকেটকিপার। সেই প্রভাব এতটাই যে এবারের আইপিএলে আটটি দলের মধ্যে চারটি দলের অধিনায়কই উইকেটকিপার-ব্যাটসম্যান।

বাটলারের মতে, একজন উইকেটকিপার অধিনায়ক হলে তিনি মাঠকে ৩৬০ ডিগ্রি কোণে দেখতে পান। সেটাই তাদের সব থেকে বড় সুবিধা। এছাড়া খেলার প্রতি নজর রাখতে একজন উইকেটকিপারের জুড়ি নেই। উইকেট কেমন আচরণ করছে, সেটা সরাসরি বুঝতে পায় তারা। ফলে সেগুলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কাজে লাগে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh