• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

স্থগিত পিএসএল-এর বাকি ম্যাচগুলোর সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ এপ্রিল ২০২১, ১৭:০০
ছবি- টুইটার

করোনা মহামারিতে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসর স্থগিত হয়ে যায় ৪ মার্চ। খেলোয়াড় ও সংশ্লিষ্ট মোট ৭ জনের করোনা আক্রান্তের খবরে অনির্দিষ্ট সময়ের জন্য এমন সিদ্ধান্ত দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তবে ভরা করোনায় আবারও নতুন করে সূচি দিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। আগামী জুনের ১ তারিখ থেকে শুরু হবে স্থগিত হওয়া বাকি ম্যাচগুলো।

পিসিবির ৬২তম সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে কঠোর জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করে তবেই শুরু হবে লিগ।

১ জুন লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেড ম্যাচ দিয়ে পুনরায় পর্দা উঠবে আসরের। পর্দা নামবে ২০ জুন। মাঝে ৫ ও ১২ জুন দুটি ম্যাচ ম্যাচ হবে দিনে। এছাড়া বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে রাতের আলোয়।

দেখে নেয়া যাক সূচি-

১ জুন : লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড

২ জুন : মুলতান সুলতানস বনাম করাচি কিংস

৩ জুন : ইসলামাবাদ ইউনাইটেড বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস

৪ জুন : পেশোয়ার জালমি বনাম লাহোর কালান্দার্স

৫ জুন : ইসলামাবাদ ইউনাইটেড বনাম করাচি কিংস (দিন), মুলতান সুলতানস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স

৬ জুন : পেশোয়ার জালমি বনাম করাচি কিংস

৭ জুন : কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম লাহোর কালান্দার্স

৮ জুন : মুলতান সুলতানস বনাম পেশোয়ার জালমি

৯ জুন : ইসলামাবাদ ইউনাইটেড বনাম লাহোর কালান্দারস

১০ জুন : কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম করাচি কিংস

১১ জুন : মুলতান সুলতানস বনাম ইসলামাবাদ ইউনাইটেড

১২ জুন : কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম পেশোয়ার জালমি (দিন), করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স

১৩ জুন : ইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমি

১৪ জুন : মুলতান সুলতানস বনাম লাহোর কালান্দারস

১৬ জুন : কোয়ালিফায়ার (১ বনাম ২)

১৭ জুন : এলিমিনেটর ১ (৩ বনাম ৪)

১৮ জুন : এলিমিনেটর ২ (হেরে যাওয়া কোয়ালিফায়ার বনাম বিজয়ী এলিমিনেটর ১)

২০ জুন : ফাইনাল

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh