• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ইরানে পদক তুলতে চান বাংলাদেশের দ্রুততম মানব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ এপ্রিল ২০২১, ১০:৪২
International Imam Reza cup, IMAIL. ISMAIL, BANGLADESH FASTEST MAN, RTV ONLINE
মো. ইসমাইল

আন্তর্জাতিক ইমাম রেজা কাপ প্রতিযোগিতায় অংশ নিতে ইরানে অবস্থান করছেন মো. ইসমাইল। চলতি বছর দুই দফা বাংলাদেশের দ্রুততম মানবের খেতাব পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট।

দুইদিন ব্যাপী এই আয়োজনে ১০০ মিটার স্প্রিন্ট ও লং জাম্পে অংশ নিচ্ছেন ইসমাইল। ইরানের মাসাদ শহরে অবস্থান কালে আরটিভি নিউজকে বিষয়টি জানিয়েছেন তিনি।

প্রতিযোগিতায় সিরিয়া, ইরান, ইরাক, কিরগিজস্তান, পাকিস্তান, তুর্কি ও আফগানিস্তান অংশ নিচ্ছে।

রোববার স্থানীয় সময় সকালে ১০০ মিটার রিলেতে অংশ নিচ্ছেন ইসমাইল। তার আশা ফাইনালে পৌঁছে পদক জয় করা।

‘আলহামদুলিল্লাহ। বেশ আশাবাদী আমি। ইরানের হয়ে খেলা দুই জন এশিয়ান চ্যাম্পিয়ন আছেন। তারাও প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। যেহেতু স্বাগতিক তাই একটু এগিয়ে থাকবেন তারা। তবে আল্লাহ ভরসা। আশায় আছি। একটা মেডেল আসলেও আসতে পারে যদি আল্লাহ যদি সুস্থভাবে দৌড় শেষ করতে পারি।’

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে ১০০ মিটার স্প্রিন্টে দ্রুতমানব হতে ইসমাইল সময় নিয়েছিলেন ১০.৫৫ সেকেন্ড।

শুক্রবার ঢাকা ছেড়েছেন তিনি। কাতার হয়ে ইরানে পৌছতে ভোগান্তিতে পড়তে হয় ইসমাইলকে।

তিনি বলেন, ‘অনেক জার্নি করে আসছি। ২৪ ঘণ্টা পরে ইরানে হোটেলে আসছি। খুবই ক্লান্ত ছিলাম আজকে একটু ভালো লাগছে। আল্লাহ ভরসা দেখা যাক ভাই আগে ফাইনালে উঠি।’

এদিকে সোমবার সকালে লং জাম্প ইভেন্টেও অংশ নিবেন। সন্ধ্যায় রয়েছে লং জাম্পের ফাইনাল।

ইরানে হাইজাম্পার মাহফুজুর রহমান ও লংজাম্পার আল-আমিন রয়েছেন ইসমাইলের সঙ্গে। তাদের সঙ্গে থাকার কথা ছিল বিকেএসপির অ্যাথলেট জহির রায়হানের। তবে করোনা আক্রান্ত হওয়ায় দেশেই থাকতে হচ্ছে তাকে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে ফের হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না : রাইসি
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
ইসরায়েলের ড্রোনগুলো ‘বাচ্চাদের খেলনার মতো’: ইরান
মুসলিম দেশে হয়েও কেন ইসরায়েলের পক্ষ নিল জর্ডান?
X
Fresh