• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এল ক্লাসিকোতে গোলখরা কাটবে মেসির?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ এপ্রিল ২০২১, ১২:৪৮
el clasico barcelona vs real madrid, leo messi, rtv online
লিওনেল মেসি

লা লিগায় এল ক্লাসিকো যুদ্ধে রিয়াল মাদ্রিদের বার্সেলোনার মুখোমুখি হবে। আলফ্রেড ডি স্টেফানো স্টোডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে লা লিগার ফেসবুক পেজে।

এল ক্লাসিকোর ইতিহাসে সর্বোচ্চ গোল সংখ্যা লিওনেল মেসির। কাতালানদের হয়ে লস ব্লাঙ্কোসদের বিপক্ষে ২৬টি গোল করেছেন তিনি। যদিও ২০১৮ সালের পর একবারও চিরপ্রতিদ্বন্দ্বীদের জালে গোল বল জড়াতে পারেননি বার্সা দলপতি। শেষ ছয় সাক্ষাতে গোল শূন্য আর্জেন্টাইন মহাতারকা।

এদিকে ২০২০/২১ মৌসুমে স্প্যানিশ লিগের সেরা গোলদাতার তালিকায় সবার উপরে রয়েছেন মেসি। ২৬ ম্যাচে ২১ গোল করে সবার উপরে রয়েছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। সতীর্থদের আটটি গোল করিয়েছেন বার্সা অধিনায়ক।

১৯০২ সালে প্রথমবারের মতো মুখোমুখি হয় বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে কাতালান ক্লাবটি ৩-১ গোলে জয় পায়। দুই দলের মধ্যকার সর্বশেষ ম্যাচে অবশ্য জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ২০২০ সালের ১০ অক্টোবরে মাঠে নামে দুই দল। ম্যাচটি ৩-১ গোলে জিতে নেয় মাদ্রিদের দলটি।

বিশ্বের সবচেয়ে জমজমাট লড়াই এল ক্লাসিকোয় এখন পর্যন্ত ২৪৫ বার মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ৯৭ বার জিতেছে রিয়াল মাদ্রিদ। ৯৬টি ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা। বাকী ৫২টি ম্যাচ ড্র হয়েছে৷

আজকের ম্যাচে জয়ে মধ্য দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে চায় ব্লাউগ্রানারা। অন্যদিকে রোনাল্দ কোম্যানের শীষ্যদের হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠতে চায় জিনেদিন জিদানের দল।

২৯ ম্যাচ খেলে বার্সার পয়েন্ট ৬৫। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট সংখ্যা ৬৩। অন্যদিকে সবার উপরে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৬৬।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কবে অবসর নেবেন, জানালেন মেসি
কোস্টারিকাকে হারাল মেসিহীন আর্জেন্টিনা
ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরির সুযোগ
মেসির পর এবার দি মারিয়াকে হত্যার হুমকি
X
Fresh