• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

এল ক্লাসিকোর আগে যা যা জানা প্রয়োজন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ এপ্রিল ২০২১, ১১:৫৮
real madrid vs barcelona el clasico head to head, rtv online, messi vs ramos, messi vs benzama, rtv online
মুখোমুখি বেনজামা-মেসি

মৌসুমের দ্বিতীয় ও শেষ এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা। এবারের আয়োজক রিয়াল। স্টাডিও আলফ্রেডো ডি স্টেফানো বাংলাদেশ সময় শনিবার রাত ১টায় মাঠে গড়াবে ম্যাচটি। সব শেষ ২০২০ সালের ২৪ অক্টোবর মাঠে নেমেছিল স্প্যানিশ লা লিগার দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

২০২০/২১ মৌসুম চলাকালে বার্সার সভাপতি হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন হোয়ান লার্পোতা। বিদায় হয়েছে হোসেপ মারিয়া বার্তোমেউ’র। রিয়ালের প্রধান হিসেবে ফ্লোরেন্তিনো পেরেজই রয়েছেন।

এদিন বার্সার বিপক্ষে নামলেই ক্যারিয়ারের ৪৬তম এল ক্লাসিকো খেলতে পারতেন সার্জিও রামোস। তবে চোটের কারণে বেঞ্চেই থাকতে হচ্ছে স্প্যানিশ ডিফেন্ডারকে। অন্যদিকে মাঠে নামবেন কাতালান দলনেতা মেসি। এদিন রামোসের সমান ৪৫টি ক্লাসিকো ম্যাচ খেলতে চলেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

এটাই হতে পারে মেসি-রামোসের শেষ এল ক্লাসিকো। মৌসুম শেষে দুইজনেরই ক্লাব পরিবর্তন করার প্রবল সম্ভাবনা রয়েছে।

এল ক্লাসিকোর ইতিহাসে সর্বোচ্চ গোল সংখ্যা মেসির। বার্সার জার্সিতে রিয়ালের বিপক্ষে ২৬টি গোল করেছেন তিনি। যদিও ২০১৮ সালের পর একবারও গোল করতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা। শেষ ছয় দেখায় বার্সার সবচেয়ে নির্ভরযোগ্য সদস্য ছিলেন গোল শূন্য।

চলতি মৌসুমে মেসি ও বেনজামার লড়াই চলছে। গোলদাতার তালিকায় ২৬ ম্যাচে ২১ গোল করে সবার উপরে রয়েছেন বার্সা অধিনায়ক। গোল করিয়েছেন আটটি। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ১৮টি গোল আদায় করেছেন বেনজামা। রিয়ালের ফ্রেঞ্চ স্ট্রাইকারের ছয়টি অ্যাসিস্টও রয়েছে।

১৯০২ সালে প্রথমবার মুখোমুখি হয়েছিল দুই দল। এই পর্যন্ত মোট ২৭৮টি ম্যাচে মাঠে নেমেছে তারা। এরমধ্যে ২৪৫টি প্রতিযোগিতা পূর্ণ ও ৩৩টি প্রদর্শনী ম্যাচ। বার্সা ১১৫টি ও রিয়াল জিতেছে ১০১ ম্যাচে। ড্র হয়েছে ৬২ ম্যাচ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
বার্সাকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি
এল ক্লাসিকোয় মুখোমুখি রিয়াল-বার্সা
X
Fresh