• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশ গেমস ব্যাডমিন্টনে জুমারের রেকর্ড

আরটিভি নিউজ

  ০৮ এপ্রিল ২০২১, ২৩:২৯
bangabandhu 9th bangladesh games, rtv online, badminton, al amin jumar, urmi akter
আল আমিন জুমার

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের ব্যাডমিন্টনে তিনটি ইভেন্টের ফাইনালে উঠে রেকর্ড গড়েছেন আল আমিন জুমার। প্রথমবারের মতো মিশ্র দ্বৈত, পুরুষ দ্বৈত ও পুরুষ এককে ফাইনাল খেলার কীর্তি গড়লেন তিনি। প্রতিযোগিতায় একটি স্বর্ণ ও দুটি রৌপ্য পেয়েছেন বাংলাদেশ সেনাবাহীনির এই শাটলার।

বৃহস্পতিবার শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে মিশ্র দ্বৈততে বাংলাদেশ বাংলাদেশ বৃষ্টি খাতুনকে নিয়ে স্বর্ণ জয় করেন জুমার। বাংলাদেশ আনসারের সালমান খান ও উর্মি আক্তারকে পরাজিত করেন তারা।

স্বর্ণ জিতে নিজের সাবেক কোচ সালেহ উদ্দিনকে উৎসর্গ করেছেন আল আমিন জুমার।

‘বেঁচে থাকলে অবশ্যই আমার কোচ অনেক খুশি হতেন। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আরও এগিয়ে যেতে চাই।’

মাত্র চার বছর আগে ক্যারিয়ার শুরু করেছেন আল আমিন জুমার। ‍দুই বছরের মধ্যে জাতীয় দলের হয়ে সুযোগ হয়েছে অর্নাস তৃতীয় বর্ষে পড়ুয়া এই শাটলারের।

তিনি বলেন, ‘মাত্র শুরু হলো ক্যারিয়ার। অনেক অনেকটা পথ বাকি আছে। আগামীতে দেশের হয়ে পদক জয় করতে চাই। স্বপ্ন দেখি অলিম্পিকে অংশ নেয়ার।’

এদিকে পুরুষ এককে সিলেটের গৌরব সিংহের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে হারতে হয় আল আমিন জুমারকে।
অন্যদিকে পুরুষ দ্বৈততে সিলেট জেলার মিজানুর রহমান ও রাহাতুল নাঈমের কাছে সেনাবাহীনির মুস্তাফিজুর রহমান লিপ্টনকে সঙ্গে নিয়ে হেরে যান। ফলে দুই ইভেন্টেই রৌপ্য নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাকে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেনবাগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তামাই ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট
X
Fresh