স্পোর্টস ডেস্ক
আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১৯:৪৪
করোনা মুক্ত শচীন টেন্ডুলকার

ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
এরই মধ্যে তিনি বাড়িতে ফিরে গেছেন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় এক টুইটে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন শচীন।
তিনি জানান, করোনা থেকে মুক্ত হলেও আরও কিছুদিন বাড়িতেই আইসোলেশনে থাকবেন।
সম্প্রতি প্রবীণ ক্রিকেটারদের রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলেছিলেন শচীনসহ ভারতের প্রবীণ ক্রিকেটাররা।
সেখানে টিমের চারজন করোনায় আক্রান্ত হলেন। শচীন, ইউসুফ এবং ইরফান পাঠান এবং বদ্রীনাথ।
গেলো শুক্রবার শচীন টুইট করে বলেছিলেন, চিকিৎসকদের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার আশা, খুব তাড়াতাড়ি তিনি বাড়ি ফিরে আসবেন।
এম