• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কোভিড পজিটিভ গামিনি ডি সিলভা

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০৮ এপ্রিল ২০২১, ১৪:৩৬
গামিনি ডি সিলভা

বাংলাদেশে ভয়াবহ রূপ নিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রতিদিনই করোনা আক্রান্তের নতুন রেকর্ড হচ্ছে। যার প্রভাব পড়েছে দেশের ক্রিকেটেও। স্থগিত হয়েছে জাতীয় ক্রিকেট লিগের এবারের মৌসুম।

সে খবর পুরনো না হতেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা।

গামিনির কোভিড পজিটিভ হবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

‘গামিনি ডি সিলভা ছুটিতে শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল। তাই যাওয়ার আগে কোভিড টেস্ট করানো হয়েছিল। তাতে কোভিড পজিটিভ রেজাল্ট আসে। তাই আপাতত আইসোলেশনে রাখা হয়েছে তাকে।’

বাংলাদেশে আপাতত কোনো খেলা না থাকায় ছুটি দেয়া হয়েছিল গামানিকে। ১৪ দিন পর আবারও কোভিড পরীক্ষা করা হবে, সেখানে নেগেটিভ ফলাফল এলে দেশ যেতে পারবেন বলেও জানান ডাক্তার দেবাশিষ চৌধুরী।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh