• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ওয়ানডে সিরিজ পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ এপ্রিল ২০২১, ২৩:০৮
South Africa vs Pakistan, 3rd ODI, Centurion, April 7, 2021, rtv online
সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৮ রানের জয় পেয়েছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিলো বাবর আজমের দল।

বুধবার (৭ এপ্রিল) সেঞ্চুরিয়নে টস জিতে সফরকারীদের ব্যাট করতে পাঠায় প্রোটিয়ারা।

ব্যাট হাতে ফখর জামানের টানা দ্বিতীয় শতকে ৭ উইকেটে ৩২০ রানের বড় সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ২৯২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

ইমাম-উল-হককে ও ফখর মিলে ওপেনিং জুটিতে ১১২ রান করেন। ৭৩ বলে ৫৭ রান করে বিদায় নেন ইমাম।

তৃতীয় উইকেটে ৯৪ রান তুলেন ফখর আর বাবর। ১০৪ বলে ১০১ রানের ইনিংস খেলে ফেরত যান ফখর। অন্যদিকে ৮২ বরে ৯৪ রান করেন বাবর।

মোহাম্মদ রিজওয়ান ৭ বলে ২, সারফারাজ আহমেদ ১৩ বলে ১৩ , ফাহিম আশরাফ ২ বলে ১ ও মোহাম্মদ নেওয়াজ ১০ বল খেলে চার রান করেন। ১১ বলে ৩২ রান তুলে অপরাজিত ছিলেন হাসান আলি।

স্বাগতিকদের হয়ে কেশব মহারাজ তিনটি ও এইডেন মার্করাম দুটি করে উইকেট তুলেন। একটি করে উইকেট আদায় করেন অ্যান্ডিল ফেলুকাওয়ে ও জন-জন স্মটস।

রান তাড়া করতে নেমে মার্করাম ফিরে যান ২১ বলে ১৮ রান করে। ১৮ বলে ১৭ রান করেন স্মটস ২৩ বলে ২০ রান তুলে বিদায় নেন অধিনায়ক টেম্বা বাভুমা। এছাড়া ১২ বলে চার রান করেন হেনরিচ ক্লাসেন।

৮১ বলে ৭০ রানের ইনিংস খেলেন ওপেনার জানেমান মালান। ৫৩ বলে ৬২ রান করেন কাইল ভেরেনে। অন্যদিকে ৬১ বল ভেলে ৫৪ রান তুলেন ফেলুকাওয়ে।

শেষ দিকে ১১ বলে ১৯ রান করেন মহারাজ। বেউরান হেনড্রিকস ৫ বলে ১ রান তুলেন। ১০ বলে ড্রাইন ডুপাভিলিয়ন ১৭ রান করেন। লুথো সিপামলা ৫ বলে ৪ রান করে অপরাজিত ছিলেন।

পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি ও নেওয়াজ তিনটি করে উইকেট তুলেন। দুটি উইকেট শিকার করেন হ্যারিস রউফ। একটি করে উইকেট লাভ করেন হাসান আলি ও উসমান কাদির।

৯৪ রান করে ম্যাচ সেরা হয়েছেন বাবর আজম। তিন ম্যাচে ৩০২ রান তুলে সিরিজ সেরা হয়েছেন ফখর জামান।

আগামী ১০, ১২, ১৪ ও ১৬ এপ্রিল মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের চারটি ম্যাচ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন বাবর
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
এশিয়া কাপ আয়োজন করতে পারবে না ভারত-পাকিস্তান!
পাকিস্তানে রোজার মাসে ছিনতাই-ডাকাতির ঘটনায় ১৯ মৃত্যু
X
Fresh